Noman Group Advertisement

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার ৯ মাসে দুইবার বদলী: তবুও বহাল তবিয়তে!

বিশেষ প্রতিনিধি , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৩৮ এএম

অতিরিক্ত পুলিশ সুপার এম. এম. মোহাইমেনুর রশিদ

ময়মনসিংহ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার এম. এম. মোহাইমেনুর রশিদকে গত নয় মাসে দু’বার বদলির প্রজ্ঞাপন জারি হলেও তিনি এখনো একই পদে বহাল রয়েছেন। এ নিয়ে জেলা পুলিশের বিভিন্ন মহলে উঠছে নানা প্রশ্ন ও গুঞ্জন-কোথায় সেই খুঁটির জোর?

প্রথমবার, ২০২৪ সালের ২৪ অক্টোবর আন্দোলন-উত্তর সময়ে স্বারক নং ২৪-৪০৩৩ অনুযায়ী তাকে সিআইডিতে বদলি করা হয়। পরে, দ্বিতীয় দফায় ২০২৫ সালের ২৬ জুলাই বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স থেকে অ্যাডিশনাল ডিআইজি খন্দকার শামিমা ইয়াছমিন এবং ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) বাহারুল আলম বিপিএম স্বাক্ষরিত প্রজ্ঞাপন (স্বারক নং ২৫-২৮২৪) অনুযায়ী তাকে পিবিআই-এ বদলি করা হয়।

কিন্তু আশ্চর্যের বিষয় হলো-দুই দফায় বদলি হওয়া সত্ত্বেও তিনি এখনো ময়মনসিংহে অতিরিক্ত পুলিশ সুপারের পদে দায়িত্ব পালন করছেন। জেলা পুলিশ কর্তৃপক্ষ এখনো তাকে রিলিজ না দেওয়ার কারণেই বদলিকৃত কর্মস্থলে তিনি যোগদান করতে পারেননি। ফলে এ নিয়ে পুলিশের ভেতরেই সৃষ্টি হয়েছে নানা কানাঘুষা।

স্থানীয়দের ধারণা, কোনো উচ্চপর্যায়ের প্রভাব বা বিশেষ খুঁটির জোরে হয়তো তিনি আবারো এখানেই থেকে যাবেন। পুলিশের ভেতর গুঞ্জন আছে, আইজিপি কিংবা তার ঘনিষ্ঠ কারো সঙ্গে যোগাযোগের ফলেই বদলির আদেশ কার্যকর হচ্ছে না।

এদিকে, গত জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী আন্দোলন এবং ডামি নির্বাচনের সময় ময়মনসিংহে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ওপর দমন-পীড়নে এম. এম. মোহাইমেনুর রশিদের ভূমিকা ছিলো দৃশ্যমান। জেলা বিএনপির নেতারা অভিযোগ করেছেন, সে সময় তারা বাসা থেকে বের হওয়া তো দূরের কথা, নগরের কোথাও অবস্থান করারও সুযোগ পাননি।

সবশেষে, দুইবার বদলির পরও এক পদে বহাল থাকা এবং প্রশাসনিক প্রজ্ঞাপন কার্যকর না হওয়া নিয়ে ময়মনসিংহ জেলাজুড়ে এখন চলছে তীব্র আলোচনা-সমালোচনা।

Link copied!