Noman Group Advertisement

অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে-১ লক্ষ টাকা জরিমানা

তোবারক হোসেন খোকন , দুর্গাপুর (নেত্রকোণা) সংবাদদাতা

প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:৪৮ পিএম

নেত্রকোনা দুর্গাপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দু‘জনকে ১ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার ০৬ (সেপ্টেম্বর) সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আফসানা। গাউকান্দিয়া ইউনিয়নের ভাদুয়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আফসানা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি, গাউকান্দিয়া ইউনিয়নের ভাদুয়া গ্রামে কয়েকজন লোক দেশীয় ড্রেজারের মাধ্যমে জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে। পরে সেনাবাহিনী এবং পুলিশ সদস্যদের নিয়ে ওখানে উপস্থিত হই এবং ঘটনার সত্যতা পাই।

পরবর্তিতে মোঃ উজ্জ্বল সরকার, (পিতা মোফাজ্জল সরকার) নামে একজন কে ৫০ হাজার ও মোঃ আনিসুর রহমান (পিতা মিরাশ উদ্দিন) নামে একজনকে ৫০ হাজার টাকা সহ মোট এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। শুধু তাই নয়, যে বা যারাই অবৈধভাবে বালু উত্তোলনের সাথে জড়িত থাকবে, তাদের আইনের আওতায় আনা হবে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

Link copied!