ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে পালানোর সময় চট্টগ্রামের রাউজানের সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীর ব্যক্তিগত সহকারী (পিএ) ইরফান আহমেদকে (৫২) আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। বুধবার দুপুরে তাকে আখাউড়া থানায় হস্তান্তর করা হয়।
আটক ইরফান আহমেদ চট্টগ্রামের রাউজান উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পদে রয়েছেন।
আখাউড়া ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ পরিদর্শক আব্দুস সাত্তার বলেন, “ভারতে যাওয়ার সময় ইরফান আহমেদ চৌধুরী নামে একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে ভাঙচুর, লুটপাটসহ একাধিক মামলা রয়েছে। এ বিষয়ে রাউজান থানার ওসির সঙ্গে যোগাযোগ করলে তিনি মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। পরে তাকে আখাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে।”
আপনার মতামত লিখুন :