নোয়াখালী জেলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার কৃতি সন্তান তামজিদ উদ্দিন, আসন্ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ভিপি পদপ্রার্থী। হাতিয়ার সোনাদিয়া ইউনিয়নের পশ্চিম চর চেঙ্গা গ্রামের এনায়েত হোসেনের ছেলে তামজিদ উদ্দিন।
জানা যায়, আসন্ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। বিশেষ করে ভাইস-প্রেসিডেন্ট (ভিপি) পদে প্রার্থিতা নতুন সমীকরণ তৈরি করেছে। তিনি ছাত্র অধিকার পরিষদ সমর্থিত সর্বজনীন শিক্ষার্থী সংসদ প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
তামজিদ উদ্দিন বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের মাস্টার্সের ছাত্র ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক । শিক্ষাজীবনের পাশাপাশি দীর্ঘদিন ধরে তিনি ছাত্র অধিকার পরিষদের রাজনীতির সঙ্গে যুক্ত থেকে সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখে আসছেন।
শুধু ক্যাম্পাসেই নয়, জাতীয় রাজনীতির ঝুঁকিপূর্ণ সময়েও তিনি সামনে থেকে ভূমিকা রেখেছেন। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে তামজিদ উদ্দিন ছিলেন একজন বিপ্লবী সৈনিক। আন্দোলনের উত্তাল দিনগুলোতে তাঁর ভূমিকা শিক্ষার্থীদের কাছে অনন্য দৃষ্টান্ত হয়ে আছে।
চাকসু নির্বাচনে ভিপি পদকে ঘিরে নানা ছাত্রসংগঠন শক্তি-প্রদর্শন করছে। ছাত্রশিবির, ছাত্রদল ও বামধারার ঐক্যবদ্ধ প্যানেলগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় মাঠে নামছেন তামজিদ উদ্দিন। অনেকে বলছেন, তাঁর মাঠে নামা ভিপি পদে প্রতিযোগিতাকে আরও কঠিন করে তুলেছে।
তামজিদের পিতা এনায়েত হোসেন প্রতিদিনের কাগজকে বলেন, আমার ছেলে ছোটবেলা থেকেই ন্যায়-অন্যায়ের ভেদ করতে জানতো। আজ সে যদি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের অধিকার আদায়ে কাজ করছে, এটা আমার জন্য গর্বের বিষয়। আমি চাই, সে নির্বাচিত হয়ে শুধু হাতিয়ার নয়, দেশের সব শিক্ষার্থীর জন্য কাজ করুক।
সোনাদিয়া ইউনিয়নের বাসিন্দা শাহেদুল ইসলাম প্রতিদিনের কাগজকে বলেন, তামজিদকে আমরা ছোটবেলা থেকে দেখেছি। সে সবসময় সমাজসেবায় এগিয়ে আসতো এবং অধিকার আদায়ে সব সময় লড়াকু অবস্থান তৈরি করে। আসন্ন চাকসু নির্বাচনে তার প্রার্থিতা আমাদের হাতিয়ার জন্য গর্বের।
স্থানীয় শিক্ষক আবদুল হক প্রতিদিনের কাগজকে বলেন, তামজিদ উদ্দিন মেধাবী ছাত্র, আবার সাহসী নেতৃত্বও রাখে। ২৪ জুলাই আন্দোলনে তার ভূমিকা আমরা গণমাধ্যমে দেখেছি। আমাদের বিশ্বাস, সে নির্বাচিত হলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ইতিবাচক পরিবর্তন আনবে।
তার সহপাঠীরা প্রতিদিনের কাগজকে বলেন, সাহসিকতা, সংগঠিত নেতৃত্ব আর অটল অবস্থান তাঁকে সাধারণ শিক্ষার্থীদের আস্থার প্রতীক করে তুলেছে।
এই বিষয়ে ভিপি পদপ্রার্থী তামজিদ উদ্দিন প্রতিদিনের কাগজকে বলেন, আমি শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কে নতুন রুপে সাজাতে চাই। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হবে দুর্নীতি ও সেশনজটমুক্ত, গণতান্ত্রিক পরিবেশের অভিভাবকসুলভ প্রতিষ্ঠান। আমি শিক্ষার্থীদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় সর্বদা কাজ করে যাব ইনশাআল্লাহ।
আপনার মতামত লিখুন :