কক্সবাজারে ছাত্রলীগের ছুরিকাঘাতে জামায়াত নেতা নিহত, বিএনপির প্রতিবাদ মিছিল!

মনসুর আলম মুন্না , স্টাফ রিপোর্টার, কক্সবাজার

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ১২:১৫ এএম

কক্সবাজার সদরের চৌফলদণ্ডীতে ছুরিকাঘাতে আমজাদ (২৪) নামের এক যুবক নিহত হয়েছে। সোমবার রাত ৮টার দিকে চৌফলদণ্ডী ইউনিয়নের নতুন মহাল খামার দোকান এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আমজাদ হোসেন জামায়াতের যুব বিভাগের সেক্রেটারি। নিহত ব্যক্তি চৌফলদণ্ডী ইউনিয়নের ৮ নং ওয়ার্ড নতুন মহাল এলাকার নুরুল কবিরের ছেলে।

স্থানীয়রা জানান,পূর্ব শত্রুতার জেরে একই এলাকার ছৈয়দ নুরের ছেলে রাফি ও তার ভাগিনা মোফাচ্ছেলের নেতৃত্বে চিহ্নিত সন্ত্রাসীরা ছুরিকাঘাতে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। সন্ত্রাসী রাফি ছাত্রলীগ নেতা বলে জানা গেছে। এদিকে নিহত আমজাদ হোসেনের ভাই সাদ্দাম ছাত্রদলের নেতা হওয়াতেই বিএনপি ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিল বের করেন। এনিয়ে রাজনৈতিক ব্যাক্তিদের মধ্যে একটি মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

ইউপি চেয়ারম্যান মনজুর আলম (ভারপ্রাপ্ত) খুনের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ইতিমধ্যে সদর সার্কেল ঘটনাস্থলে পৌঁছেছেন এবং থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছেন। কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ইলিয়াস খানের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন জানান। ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

Link copied!