সীতাকুণ্ডে রিকশা ছিনতাই করতে গিয়ে চালকে হত্যা আটক ২

মো: ওমর ফারুক রকি , সীতাকুণ্ড (চট্টগ্রাম) সংবাদদাতা

প্রকাশিত: ০১ অক্টোবর, ২০২৫, ০৫:৫১ পিএম

চট্টগ্রামের সীতাকুণ্ডে ব্যাটারি চালিত রিকশা ছিনতাই করতে গিয়ে ১৬ বছর বয়সী এক কিশোর চালককে নির্মমভাবে হত্যা করেছে ছিনতাইকারীরা। নিহত জিহাদ সন্দ্বীপ উপজেলার দিদার হোসেনের ছেলে। মঙ্গলবার রাতে পৌরসভার শেখপাড়া এলাকায় এ ঘটনা ঘটে । 

স্থানীয় সূত্রে জানা যায়, ছিনতাইকারীরা রিকশা ভাড়া নিয়ে ওই এলাকায় পৌঁছার পর চালকের ওপর হামলা চালায়। একপর্যায়ে তাকে ছুরিকাঘাত করে হত্যার পর ব্যাটারি রিকশা নিয়ে পালিয়ে যায়।

রাত গভীর হলেও জিহাদ ঘরে না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করে। পরে বিভিন্ন মাধ্যমে খবর ছড়িয়ে পড়লে মাদাম বিবির হাট এলাকায় রিকশা বিক্রির সময় দুজনকে স্থানীয় জনতা আটক করে।

আটকদের নাম মো. মহিউদ্দিন (২৩) ও মানিক (২৪)। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেয়। তাদের দেওয়া তথ্য অনুযায়ী মঙ্গলবার ভোর ৫টার দিকে আসামিদের বসবাসরত এলাকা বিল্লে বাড়ির পাশের একটি বাগান থেকে জিহাদের মরদেহ উদ্ধার করা হয়।

সীতাকুণ্ড থানার ওসি (তদন্ত) মো. আলমগীর হোসেন প্রতিদিনের কাগজকে  বলেন, নিহতের শরীরে হত্যার স্পষ্ট আলামত রয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এ ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Link copied!