কক্সবাজারের রামুতে একটি নির্জন পাহাড়ি এলাকায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার ১ অক্টোবর সকাল ৯টা ৫০ মিনিটের দিকে রামু থানাধীন জোয়ারিয়ানালা রাবার বাগান এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, পূর্ব কুলাল পাড়া কেন্দ্রীয় মহাশশ্মানের পাশে নাইক্ষ্যাংছড়ি রোডের প্রায় ৩০০ গজ সামনে ঠাকুর পাহাড়ের উপর একটি গাছের সাথে মরদেহটি ঝুলতে দেখা যায়। খবর পেয়ে রামু থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
এলাকাটি নির্জন পাহাড়ি ও রাবার বাগান হওয়ায় সেখানে মানুষের চলাচল খুবই সীমিত। স্থানীয়রা সকালে রাবার বাগানে গেলে প্রথমে ঝুলন্ত মরদেহটি দেখতে পান এবং তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেন।
রামু থানার ওসি (তদন্ত) মোহাম্মদ ফরিদ জানান, অজ্ঞাত মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এটি আত্মহত্যা নাকি হত্যা, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই সঠিকভাবে বলা যাবে।
ঘটনাস্থল পরিদর্শন শেষে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে জানাযায়। ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
আপনার মতামত লিখুন :