উখিয়ার রাজাপালং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড, জাদিমুড়া স্টেশন সংলগ্ন হক সাহেব এস্টেটের নিচতলায় দীর্ঘদিন ধরে অলিম্পিক, ফুডি ও ভোল্ট পণ্যের ডিলারশিপ চালিয়ে আসছেন নোয়াখালীর আবু নাসের মিলন। ২০১৩ সাল থেকে উক্ত ডিলারশপটি স্থানীয়দের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছে; বর্তমানে সেখানে প্রায় ১১ জন নিয়মিতভাবে কর্মরত রয়েছেন।
তবে হঠাৎ করেই প্রতিষ্ঠানটিতে ঘটেছে প্রতারণার ঘটনা। ডিস্ট্রিবিউশন সেলস রিপ্রেজেন্টেটিভ (ডি.এস.আর) পদে সাময়িকভাবে নিয়োগপ্রাপ্ত নজরুল ইসলাম (বংশত ঈদগাহ ইউনিয়ন, বেড়াপাড়া; স্থায়ী নিবাস রাজাপালং) ২০২৫ সালের ২৯ সেপ্টেম্বর রাতে মালামাল নেওয়ার প্ররোচনায় পরিচলিত থাকার পর আর ফিরে আসে না—এমন অভিযোগ পাওয়া গেছে।
ডিলারশপের মালিক আবু নাসের মিলন জানিয়েছেন, প্রতিদিনের মতো ওইদিনও নজরুল সোনারপাড়ায় সাপ্লাই দিতে যায়। সাধারণত রাত ৮টা–৯টার মধ্যে সে ফিরে আসে। কিন্তু রাত ৮টার ফোনে রিং হওয়া সত্ত্বেও তিনি কল রিসিভ করেননি; পরে ফোনটি বন্ধ পাওয়া যায়। রাত ১১টা পর্যন্ত কোনো খোঁজ না পেয়ে মালিক ও অন্যান্য ষ্টাফ সন্ধানে নামে। স্থানীয় দোকানিদের তথ্য অনুযায়ী, নজরুল তাদের কাছ থেকে মালামালের টাকা গ্রহণ করে কিন্তু পরে আর দেখা যায়নি।
পরদিনপরই নজরুলের পরিবারকে জানালে তারা একদিন সময় চেয়ে তাকে হাজির করার আশ্বাস দেয়; কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী তিনি হাজির না হওয়ায় আবু নাসের মিলন ঈদগাহ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
মালিক আবু নাসের মিলন বলেন, “প্রতিবারই যখন কাউকে দায়িত্বে রাখি, অনেকেই বিশ্বাস ভঙ্গ করে। আমি কীভাবে ব্যবসা চালাব? এখানে ১২ জন কর্মচারীর পরিবারের রোজগার নির্ভর করে। একজন যদি টাকা নিয়ে পালিয়ে যায়, পুরো ব্যবসা ও কর্মচারীদের জীবিকা প্রভাবিত হয়।” তিনি আরও বলেন, কেউ যদি নজরুলের খোঁজ দিতে পারে বা তাকে প্রশাসনের কাছে তুলে দেয়, তার জন্য পুরস্কারের ব্যবস্থাও থাকবে।
বিসমিল্লাহ ট্রেডার্সের ম্যানেজার মুফিজুর রহমান বলেন, “আমি এখানে ১০ বছর ধরে কাজ করছি। এর আগেও অনুরূপ সমস্যা হয়েছে। যদি এভাবে চলতে থাকে, ডিলারশিপকে টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়বে।” তিনি দ্রুত নজরুলকে গ্রেফতার করে ক্ষতিপূরণ আদায়ের দাবি জানিয়েছেন।
স্থানীয়রা বলেন, বিসমিল্লাহ ট্রেডার্স থেকে সাড়ে ১০–১২টি পরিবারের আসলে রোজগার হয়; তাই একজন কর্মচারীর প্রতারণা পুরো এলাকার অর্থনীতিকে প্রভাবিত করবে। তারা প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নিতে অনুরোধ করেছেন।
আপনার মতামত লিখুন :