ফরিদপুরের সদর উপজেলার কানাইপুর খাসকান্দি মোড়ে যাত্রীবাহী বাস ও কাভার্ড ভ্যানের মুখো মুখি সংঘর্ষে অন্তত দুইজন গুরুতর আহত হয়েছেন।
বুধবার সকাল আনুমানিক ১০ ঘটিকার দিকে এ দুর্ঘটনা ঘটে জানা যায় ঢাকা মেট্রো ট-১৫-৮০৩০ নম্বরের একটি কাভার্ড ভ্যান ঢাকা থেকে যশোর যাচ্ছিল এসময় বিপরীত দিক থেকে ফরিদপুরগামী কামারখালী থেকে আসা সাহারিয়া-২ নামের যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো ব-১৩-১৫৬১) এর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
দুর্ঘটনায় কাভার্ড ভ্যানের চালক ও হেলপার গুরুতর আহত হন স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন তবে বাসের চালক, হেলপার ও যাত্রীদের কারও হতাহতের খবর পাওয়া যায়নি।
দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত উভয় যানবাহন করিমপুর হাইওয়ে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
আপনার মতামত লিখুন :