মায়ের চোখের সামনে ছেলেকে ছুরিকাঘাতে হত্যা

আরিফ খান জয় , পাবনা জেলা সংবাদদাতা

প্রকাশিত: ০১ অক্টোবর, ২০২৫, ০৬:২০ পিএম

পাবনা পৌরশহরের সাধুপাড়া  এলাকায় শ্রাবনী নামে এক নারীকে উত্ত্যক্ত করা বাধা দেওয়ায় মায়ের চোখের সামনে আকাশ (১৯) নামের এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নাইম হোসেন (২০)নামের আরও একজন যুবক গুরুতর আহত হয়ে পাবনা ২৫০শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল চিকিৎসাধীন রয়েছে। 

 এই হত্যাকান্ডের ঘটনায়  জড়িত সন্দেহে সুভেল নামের একজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে পৌর এলাকার সাধুপাড়া ব্রিজের কাছে এ ঘটনাটি ঘটে। নিহত আকাশ সদর উপজেলার পলিথিন মোড়ের বাসিন্দা। আহত নাইম সাধুপাড়ার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাধু পাড়ার এক গৃহবধূর স্কয়ারে চাকুরি করে,রাতে গৃহবধূকে প্রতিরোধ করে মিল্লাত নামে এক বখাটে যুবক উত্ত্যক্ত করতে গেলে।আকাশ ও তার বন্ধু নাইম তাকে উত্ত্যক্ত করতে বাধা প্রদান করেন। এক পর্যায়ে কথা কাটাকাটি শুরু হয়ে সংঘর্ষে রূপ নেয়। ও মিল্লাতের হাতে থাকা ছুরি দিয়ে তাদের দুজনকে কুপিয়ে আহত করে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাবনা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আকাশকে মৃত ঘোষণা করেন।

Link copied!