কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ (পূর্বপাড়া) গ্রামের ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে গিয়ে উছমান মিয়ার ছেলে ওয়াসিম (১৮) নামে এক যুবক নিখোঁজ ও চারজন আহত হয়েছেন।
আহতরা হলেন, সিয়াম (১৮), আরিফ (১৭), তুহিন (১৬) ও আনাস (১৫)। তাঁরা সকলেই নলবাইদ পূর্বপাড়া গ্রামের বাসিন্দা। বুধবার (১ অক্টোবর, ২০২৫) সকাল আনুমানিক ১১টার দিকে এ ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কয়েকজন যুবক একসাথে নদীতে মাছ ধরতে নামেন। এসময় হঠাৎ করে নদীর স্রোতে তারা তলিয়ে যেতে থাকেন। উপস্থিত স্থানীয়রা দ্রুত এগিয়ে গিয়ে কয়েকজনকে উদ্ধার করে আহত অবস্থায় পাশ্ববর্তী বেলাব উপজেলা সরকারি হাসপাতালে প্রেরণ করেন। তবে ওয়াসিমকে এখনো খুঁজে পাওয়া যায়নি। এ পাঁচজনই স্কুল ও কলেজের শিক্ষার্থী।
ঘটনার খবর পেয়ে কুলিয়ারচর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানান, নিখোঁজ যুবককে উদ্ধারের জন্য পাশ্ববর্তী ভৈরব উপজেলা থেকে বিশেষ ডুবুরি টিম আনার প্রক্রিয়া চলছে।
এ বিষয়ে কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ইয়াসিন খন্দকার এবং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হেলাল উদ্দিন ও ফরিদপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ মোবারক হোসেনকে অবগত করা হয়েছে। তারা ঘটনাটির সার্বিক তদারকি করছেন বলে জানা গেছে।
স্থানীয়দের মধ্যে এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। নিখোঁজ ওয়াসিমের পরিবার তার নিরাপদ ফিরে আসার অপেক্ষায় ব্যাকুল হয়ে আছেন।
আপনার মতামত লিখুন :