কুলিয়ারচরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

মোঃ নাঈমুজ্জামান নাঈম , নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৫ অক্টোবর, ২০২৫, ০৮:৩৩ পিএম

কিশোরগঞ্জের কুলিয়ারচরে ২০২৫-২৬ অর্থ বছরের রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আগাম শীতকালীন শাকসবজির বীজ ও সার সহায়তা প্রদান করা হয়েছে। রবিবার (৫ অক্টোবর ) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি কমপ্লেক্স প্রাঙ্গণে  প্রাঙ্গণে এ বীজ ও সার বিতরণ করা হয় ।
 
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব বীজ ও সার বিতরণ করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ইয়াসিন খন্দকার। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মাহফুজ উদ্দিন ভূঁইয়া, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ মুহাম্মদ মাসুদ রানা, উপজেলা সমবায় কর্মকর্তা ও রামদী ইউনিয়ন প্রশাসক মোঃ শহীদুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা সুলতানা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা অজয় চৌধুরী, স্থানীয় সাংবাদিকসহ উপজেলার প্রান্তিক কৃষকগণ উপস্থিত ছিলেন।
 
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, বসতবাড়িতে আগাম শীতকালীন শাকসবজি চাষের জন্য ১২০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে ০৭ ধরনের মোট ০৯ প্যাকেট ইনব্রিড ও হাইব্রিড বীজ প্রদান করা হয়েছে।
 অন্যদিকে মাঠে শীতকালীন শাকসবজি চাষের জন্য ২৬০ জন কৃষককে বিভিন্ন সবজি বীজ ও সার সহায়তা দেওয়া হয়েছে।
 
উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াসিন খন্দকার বলেন, বর্তমান সরকার কৃষকবান্ধব সরকার। কৃষকদের উৎসাহিত করতে এবং আত্মকর্মসংস্থান বাড়াতে এ ধরনের প্রণোদনা অব্যাহত থাকবে। কৃষকরা যদি ঘরে ও মাঠে শাকসবজি চাষে আগ্রহী হন, তবে এর মাধ্যমে তাদের আর্থিক অবস্থার উন্নতি হবে।
 
উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মামুন বলেন, রবি মৌসুমে আগাম শাকসবজি উৎপাদন কৃষকদের অতিরিক্ত আয়ের সুযোগ তৈরি করবে। কৃষি বিভাগের পক্ষ থেকে প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দেওয়া হবে।
 
প্রণোদনার এ কার্যক্রমে উপজেলার মোট ৩৮০ জন কৃষক উপকৃত হয়েছেন। স্থানীয় কৃষকরা সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে জানান, এতে তাদের উৎপাদন খরচ কমবে এবং কৃষিকাজে আগ্রহ আরও বৃদ্ধি পাবে।
 

Advertisement

Link copied!