ভালুকায় স্পিনিং মিলে কর্মকর্তার রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের

নিজস্ব সংবাদদাতা , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ০৯ অক্টোবর, ২০২৫, ১১:১২ এএম

ময়মনসিংহের ভালুকায় ‘আরিফ স্পিনিং মিলে’ রবিউল ইসলাম (৪০) নামের এক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৮ অক্টোবর) সন্ধ্যায় মিলের ভেতর থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রবিউল নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার মেঘশিমুল গ্রামের মৃত রইজ উদ্দিনের ছেলে।

মিলের ডেপুটি ম্যানেজার আরিফুল ইসলাম জানান, দীর্ঘ সময় রবিউলকে দেখা না যাওয়ায় খোঁজাখুঁজি শুরু হয়। পরে এক শ্রমিক জানান, টয়লেটের দরজা দীর্ঘক্ষণ বন্ধ। দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে রবিউলকে অচেতন অবস্থায় পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে তাকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

তবে নিহতের পরিবার দাবি করেছে, রবিউল ইসলামকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তার স্ত্রী নাজমা আক্তার ও ছেলে সাইম অভিযোগ করেন, “এটি আত্মহত্যা নয়, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। আমরা এর সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।”

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার পর থেকেই মিল কর্তৃপক্ষ ও পুলিশ বিষয়টি ‘অস্বাভাবিক মৃত্যু’ হিসেবে দেখানোর চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, পুলিশের যোগসাজসে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে।

ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবদুল মালিক বলেন, “পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।”

Link copied!