ঢাকার আদালতপাড়ায় এক বিচারকের ব্যক্তিগত গাড়ির যন্ত্রাংশ চুরির সময় মো. রোহান (১৯) নামের এক যুবককে হাতেনাতে আটক করা হয়েছে। পরে মারধর করে তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারকদের গাড়ি রাখার জায়গায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, ঢাকার মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক-আব্দুল্লাহ আল মামুনের ‘গাড়ির যন্ত্রাংশ চুরি করতে গিয়েছিলেন’ রোহান। পরে বিচারকদের গাড়ির কয়েকজন চালক তাকে ধরে কোতোয়ালি থানায় সোপর্দ করে।
বিশেষ জজ আদালত-৪ এর বিচারক মো. রবিউল আলমের গাড়িচালক মো. ওমর ফারুক তখন সেখানে ছিলেন।
তিনি বলেন, এর আগেও বিচারকদের গাড়ির পার্টস একাধিকবার চুরি হয়েছে। চোরেরা এসব পার্টস বিক্রি করে দুই-তিনশ টাকায়, অথচ নতুন করে কিনতে ড্রাইভারদের গুনতে হয় পাঁচ থেকে ছয় হাজার টাকা।
ওমর ফারুক বলেন, সকাল সাড়ে ৯টার দিকে ড্রাইভার মো. নাসির উদ্দিন দেখেন, ওই যুবক বিচারকদের গাড়ির আশপাশে ঘোরাঘুরি করছে। কিছুক্ষণ পর দেখা যায়, সে একটি গাড়ির পার্টস খুলে নিচ্ছে। তাকে দেখে নাসিরসহ কয়েকজন ধরে ফেলে। পরে তাকে কোতয়ালি থানায় সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা করা হবে।
এ বিষয়ে জানতে চাইলে কোতোয়ালি থানার (ভারপ্রাপ্ত কর্মকর্তা) মো. মনিরুজ্জামান বলেন, বিচারকের গাড়ির যন্ত্রাংশ চুরি করার সময় এক যুবককে আটকের পর থানায় পাঠানো হয়েছিল। তবে সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচারের (সামারি ট্রায়াল) জন্য তাকে ডিএমপির লালবাগ বিভাগে পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন :