১৮তম শিক্ষক নিবন্ধন: ফের শাহবাগে সুপারিশ থেকে বাদ পড়া প্রার্থীরা

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ১২ অক্টোবর, ২০২৫, ০২:৫৫ পিএম

ফের আন্দোলনে নেমেছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় পাস করেও সুপারিশ থেকে বাদ পড়া প্রার্থীরা। রোববার (১২ অক্টোবর) সকালে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে বিক্ষোভ শুরু করেন তারা।

এ সময় বঞ্চিত প্রার্থীদের অভিযোগ, ৬০ হাজারেরও বেশি শূন্য পদ থাকলেও তাদের নিয়োগের জন্য সুপারিশ করেনি এনটিআরসিএ। সরকারের পক্ষ থেকে বৈষম্য নিরসনে বার বার আশ্বাস দিলেও সমস্যার সমাধান করা হয়নি।

তাদের দাবি, ৩১ ডিসেম্বরের মধ্যে শূন্য পদগুলোতে নিয়োগ দিতে হবে। এ দাবি আদায় না হওয়া পর্যন্ত শাহবাগে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন আন্দোলনকারীরা।

১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশ নেন ১৮ লাখ ৬৫ হাজার প্রার্থী। তাদের মধ্যে উত্তীর্ণ হন ৫৭ হাজার ২১৩ জন। এর মধ্যে ৪১ হাজার জনকে সুপারিশ করা হলেও, বাকি ১৬ হাজার ২১৩ জন বাদ পড়েন।

Link copied!