একরামুল হক, রায়গঞ্জ: সিরাজগঞ্জের রায়গঞ্জে মানসিক প্রতিবন্ধী নারী ধর্ষণ মামলার এজাহারভুক্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২)। গ্রেপ্তারকৃত মো. ফরিদুল ইসলাম বিটলু (১৯) সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার মিরের ডেউথা গ্রামের মো. বাদল শেখের ছেলে।
র্যাব জানায়, গত ৬ আগস্ট ফরিদুল তার নিজ বাড়িতে গিয়ে এক মানসিক প্রতিবন্ধী নারীকে কৌশলে ধর্ষণ করে। পরদিন নির্যাতিতার মা বাদী হয়ে (৭ আগস্ট) রায়গঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। এরপর থেকে আসামি পলাতক ছিল।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানায়, বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাত ১০টার দিকে র্যাব-১২ এর সদর কোম্পানির একটি টহল দল অভিযান চালিয়ে সিরাজগঞ্জ সদর উপজেলার কাদাই শিয়ালকোল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের পর শুক্রবার রাতে অভিযুক্ত ফরিদুলকে রায়গঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম জানান, আসামিকে আদালতে পাঠানো হয়েছে এবং অতিরিক্ত পুলিশ সুপার দীপক দাস বিষয়টি নিশ্চিত করেছেন।
আপনার মতামত লিখুন :