মাসুদ রানা সোহাগ, দোয়ারাবাজার: সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার প্রগতি স্কুল অ্যান্ড কলেজ এবারের এইচএসসি পরীক্ষায় জেলায় সবচেয়ে খারাপ ফলাফল করেছে। কলেজের ৭৩ জন পরীক্ষার্থীর মধ্যে মাত্র ৪ জন উত্তীর্ণ হয়েছে। পাশের হার মাত্র ৫.৪৮ শতাংশ।
ফলাফল প্রকাশের পর থেকেই শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অভিভাবকদের অভিযোগ, কলেজের শিক্ষক ও প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের প্রতি যথাযথ তদারকি ও একাডেমিক মনোযোগের অভাব রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিভাবক বলেন, “বর্তমানে কলেজটি শিক্ষার জায়গা না থেকে বিনোদনের কেন্দ্রে পরিণত হয়েছে। শিক্ষার্থীরা ক্লাসে উপস্থিত থাকলেও মনোযোগী নয়; মোবাইল নিয়ে আসে, টিকটক ও রিলস তৈরিতে ব্যস্ত থাকে। শৃঙ্খলার অভাবে ফলাফল ভয়াবহ হয়েছে।”
আরেক অভিভাবক আব্দুল গফুর বলেন, “৭৩ জন পরীক্ষার্থীর মধ্যে মাত্র ৪ জন পাস, এটি শুধু কলেজ নয়, পুরো শিক্ষা ব্যবস্থার জন্যই উদ্বেগজনক বিষয়। শিক্ষার মানোন্নয়ন ও প্রশাসনিক তদারকি বাড়ানো এখন সময়ের দাবি।”
এ বিষয়ে প্রগতি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আলী উসমান বলেন, “শিক্ষকের স্বল্পতা, শিক্ষার্থীদের অনাগ্রহ ও অভিভাবকদের উদাসীনতার কারণে এমন ফলাফল হয়েছে।”
আপনার মতামত লিখুন :