রায়গঞ্জে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ১৮ অক্টোবর, ২০২৫, ০৪:৫৬ পিএম

ছবি- প্রতিদিনের কাগজ

একরামুল হক, রায়গঞ্জ: সিরাজগঞ্জের রায়গঞ্জে র‌্যাবের অভিযানে বিপুল পরিমাণ হেরোইনসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে।  শুক্রবার (১৭ অক্টোবর) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার সলংগা থানার নলকা ওভার ব্রিজের উত্তর পাশে অভিযান চালিয়ে তাকে আটক করে র‌্যাব-১২।

গ্রেফতারকৃত মাদক কারবারি লিটন হোসেন (৩০) রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মানিক চক গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে। তার কাছ থেকে ৩১১ গ্রাম হেরোইন, একটি মোবাইল ফোন ও ১ হাজার ১১০ টাকা নগদ জব্দ করা হয়েছে।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে লিটন হোসেন স্বীকার করেছে যে, তিনি দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জ শহরসহ আশপাশের এলাকায় হেরোইন ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত ছিলেন।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে সলংগা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১২ এর কোম্পানি কমান্ডার দীপংকর ঘোষ জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত রেখে র‌্যাব মাদকমুক্ত বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

 

Link copied!