দোয়ারাবাজারে বিএনপির লিফলেট বিতরণে দুই গ্রুপের সংঘর্ষে আহত ২০

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ১৮ অক্টোবর, ২০২৫, ০৫:১৯ পিএম

ছবি- প্রতিদিনের কাগজ

মাসুদ রানা সোহাগ, দোয়ারাবাজার: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় বিএনপির ৩১ দফা দাবি নিয়ে লিফলেট বিতরণের সময় নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়েছে দলটির দুই গ্রুপ। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। শনিবার (১৮ অক্টোবর) দুপুরে উপজেলা সদর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, এদিন জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন মিলনের নেতৃত্বে নেতাকর্মীরা ৩১ দফার লিফলেট বিতরণ করছিলেন। এ সময় মিছিলের সামনে-পেছনে অবস্থান নেওয়া নিয়ে মিলনপন্থী দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ বিষয়ে দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হক বলেন,আজ বিএনপির লিফলেট বিতরণ কর্মসূচি ছিল।সেখানে মিছিলে সামনে- পেছনে যাওয়া নিয়ে নিজেদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

Link copied!