ফরিদপুরে মাদক কারবারিদের হামলায় আহত বৃদ্ধ

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ১৮ অক্টোবর, ২০২৫, ০৬:৩০ পিএম

 ইনামুল খন্দকার, মধুখালী: ফরিদপুরের মধুখালীতে ভাগ্নের বাড়িতে আগুন দেওয়ায় বাঁধা দিলে বৃদ্ধ মামাকে কুপিয়ে জখম করলো আলোচিত মাদক ব্যবসায়ী বাবু মিয়া ও তার ভাই মনির মিয়া। ঘটনাটি ঘটেছে মধুখালী পৌর সদরের ২ নং ওয়ার্ডের মধুপুর এলাকায়, আহত বৃদ্ধ  প্রতিবেশী হালিম সরদার (৬০)। গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি রয়েছে, এ ঘটনায় বৃদ্ধ হালিম সরদার এর ছেলে বাহরুল আলম বাহার থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

জানা যায়, শনিবার (১৮ অক্টোবর) সকাল ৮ টায় পৌর ২ নং ওয়ার্ডের মধুপুর এলাকার একটি মেয়েলি বিষয় নিয়ে হালিম সরদার এর ভাগিনা আবুল বাশার এর ঘরে আগুন দিতে গেলে মামা হালিম সরদার বাঁধা দেয় এসময় মাদক ব্যবসায়ী বাবু ও তার ভাই মনির দেশীয় অস্ত্র দিয়ে হালিম সরদারের উপর হামলা চালায়।

এবিষয়ে বৃদ্ধ  হালিম সরদার বলেন, একটি মেয়েলি ঘটনাকে কেন্দ্র করে বাবু ও মনির আমার ভাগ্নের ঘরে আগুন দিতে গেলে আমি বাঁধা দেয় তারা ঘরে আগুন দিতে না পারায় আমাকে চাইনিজ কুড়াল দিয়ে কোপ মারে ও বাঁশের লাঠি দিয়ে শরীর বিভিন্ন জায়গা আঘাত করে আমি এর বিচার চায়।

বৃদ্ধ হালিম সরদারের ছেলে বাহারুল আলম বাহার বলেন, মনির ও তার ভাই মনির তারা এলাকায় মাদকসহ বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত তারা আমার বাবাকে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়েছে আমার বাবাকে নিয়ে আমি হাসপাতালে আসার পথে তারা আমার এবং আমার পরিবারকে দেখে নিবে বলে হুমকি দেয়। আমি এর সুষ্ঠু বিচার চায়।

এবিষয়ে মধুখালী থানার অফিসার ইনচার্জ এস এম নুরুজ্জামানের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি বিষয়টি জানি না তবে অভিযোগ যদি করে থাকে তাহলে তদন্ত করে আইননুসারে ব্যবস্থা নিবো।

Link copied!