ফরিদপুরে প্রায় ৬ লাখ টাকা মূল্যের ২০ কেজি গাঁজাসহ চারজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১০। শুক্রবার (১৭ অক্টোবর) গভীর রাতে ফরিদপুর বরিশাল মহাসড়কের মুন্সিবাজার এলাকায় চেকপোস্ট বসিয়ে যাত্রীবাহী বাস তল্লাশি চালিয়ে তাঁদের আটক করা হয়।
আটকরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে আসছিলেন বলে জানিয়েছে র্যাব।
আটককৃত চারজনই রাঙ্গামাটি জেলার কাউখালী থানার মানিকছড়ি গ্রামের বাসিন্দা। তাঁরা হলেন, বাত্ত্যা চাকমা (৪০, বাদী চাকমা (৪২), দক্ক চাকমা (৪৫), সপ্না দেবী চাকমা (৩৫)।
র্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার প্রেস বিজ্ঞপ্তিতে জানান গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার রাত সাড়ে দশটার দিকে র্যাবের একটি দল মুন্সিবাজার এলাকায় চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি শুরু করে।
তল্লাশির সময় ঢাকা থেকে উত্তরবঙ্গগামী বি এম লাইন পরিবহনের একটি বাস থেকে ২০ কেজি গাঁজা জব্দ করা হয়।
র্যাব আরও জানায় আটক ব্যক্তিরা একটি সংঘবদ্ধ চক্রের সদস্য। তাঁরা সীমান্তবর্তী দুর্গম এলাকা থেকে অবৈধভাবে গাঁজা ও অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুরসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।
এ ঘটনায় আটক চারজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত মাদকসহ আসামিদের গ্রেফতার দেখিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন :