পর্যটন নগরী কক্সবাজারের স্বাস্থ্য খাতকে এগিয়ে নিতে একে এস ডায়াগনস্টিক সেন্টারের ৭তম শাখার উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে শহরের কেন্দ্রীয় জামে মসজিদ রোডে এই ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন করা হয়।
এর মাধ্যমে একে এস খান হেলথকেয়ার লিমিটেড বাংলাদেশের সর্বত্র আধুনিক ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা সম্প্রসারণে আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় রচনা করল।
কোম্পানির পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আল এমরান চৌধুরী সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, একে এস খান হেলথকেয়ার লিমিটেডের চেয়ারম্যান এ. কে. শামসুদ্দিন খান।
এসময় অতিথি হিসেবে ব্যবস্থাপনা পরিচালক সামানজার এস.খান, ফওজিয়া খান, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য হুমাম কাদের চৌধুরী, পরিচালক এন্ড্রু স্মিথ, নির্বাহী পরিচালক নোমানুর রশীদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্রসৈকতের জন্য পরিচিত কক্সবাজার শুধুমাত্র একটি বিখ্যাত পর্যটন কেন্দ্র নয়, এটি একটি শক্তিশালী ও সক্রিয় স্থানীয় সম্প্রদায়েরও কেন্দ্রবিন্দু।
পর্যটন-নির্ভর অর্থনীতির পাশাপাশি, স্থানীয় জনগণ ও পর্যটকদের জন্য নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবার চাহিদা দিন দিন বাড়ছে। স্বাস্থ্য খাতে একে এস ডায়াগনস্টিক সেন্টার আধুনিক ল্যাবরেটরি সেবা, বিশ্বমানের যন্ত্রাংশ এবং দক্ষ চিকিৎসা পরামর্শ প্রদান করে সেই চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বক্তারা আরও উল্লেখ করেন, এই উদ্যোগটি চকরিয়া শাখার সফলতা থেকে প্রাপ্ত অভিজ্ঞতার উপর ভিত্তি করে গড়ে উঠেছে, যা আঞ্চলিক পর্যায়ে সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবার এক উজ্জ্বল উদাহরণ হিসেবে স্বীকৃত।
অনুষ্ঠানে বলা হয়, IFU , Denmark হলো একে এস খান হেলথকেয়ার লিমিটেডের একটি কৌশলগত বিনিয়োগকারী, যারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ১০০টির ডায়াগনস্টিক সেন্টার প্রতিষ্ঠার মাধ্যমে দেশের স্বাস্থ্য অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই দীর্ঘমেয়াদি অংশীদারিত্বের লক্ষ্য হলো দেশের প্রত্যন্ত অঞ্চলে আধুনিক ও টেকসই স্বাস্থ্যসেবা নিশ্চিত করা।
উদ্বোধন শেষে অতিথিবৃন্দ নবনির্মিত ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসির বিভিন্ন ইউনিট পরিদর্শন করেন এবং মানসম্মত ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে তাঁদের পরামর্শ ও মতামত প্রদান করেন।
 
                                 
                                
                                       
                                         
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
        
আপনার মতামত লিখুন :