বান্দরবানে ইউপিডিএফের গুলিতে নিহত তিন যুবকের বিচার দাবিতে বিক্ষোভ

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ২৯ অক্টোবর, ২০২৫, ০৮:১২ পিএম

ছবি- প্রতিদিনের কাগজ

মোঃ হাসান, বান্দরবান: ইউপিডিএফের সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে নিহত তিনজন সাধারণ পাহাড়ি যুবকের হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে বান্দরবানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) বিকেলে বান্দরবান শহরের শহীদ আবু সাঈদ মুক্তমঞ্চের সামনে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) বান্দরবান জেলা শাখার আয়োজনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, “নিরীহ পাহাড়ি তরুণদের উপর সশস্ত্র ইউপিডিএফ সদস্যদের নৃশংস হামলা ও হত্যাকাণ্ড পার্বত্য চট্টগ্রামের স্থিতিশীলতাকে নষ্ট করার অপচেষ্টা।” তারা অবিলম্বে এ ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ সময় বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) বান্দরবান জেলা শাখার সভাপতি আসিফ ইকবাল, সাধারণ সম্পাদক হাবিব আল মাহমুদ, সংগঠনের নেতা মিসবা সহ বিভিন্ন ওয়ার্ড থেকে আগত শতাধিক নেতাকর্মী ও সাধারণ জনগণ।

বক্তারা আরও বলেন, “পাহাড়ের মানুষ বারবার অন্যায় হত্যার শিকার হচ্ছে, অথচ দোষীরা আইনের আওতার বাইরে থেকে যাচ্ছে। এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”

সমাবেশ শেষে হত্যাকাণ্ডের প্রতিবাদে নিন্দা জ্ঞাপন ও শোক প্রকাশ করা হয় এবং দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানানো হয়।

Advertisement

Link copied!