ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সাংবাদিক ফোরামের কমিটি গঠন

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ১০ নভেম্বর, ২০২৫, ০১:৩১ এএম

আহ্বায়ক সিহাব, সদস্য সচিব মিজানুর

ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের নিয়ে গঠিত ক্যাম্পাসভিত্তিক সাংবাদিক সংগঠন ‘ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সাংবাদিক ফোরাম’-এর আহ্বায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হয়েছে। ছয় মাস মেয়াদী এই আহ্বায়ক কমিটিতে মোট ১২ জন সদস্য অন্তর্ভুক্ত রয়েছেন।

কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন দৈনিক আমার দেশ প্রতিনিধি সাজ্জাদুর রহমান সিহাব, এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলা৫২নিউজ ডটকম প্রতিনিধি মিজানুর রহমান। সাজ্জাদুর রহমান সিহাব ২০২২-২৩ সেশনের কম্পিউটার সায়েন্স টেকনোলজি বিভাগের শিক্ষার্থী এবং মিজানুর রহমান ২০২৪-২৫ সেশনের পাওয়ার টেকনোলজি বিভাগের শিক্ষার্থী।

কমিটির অন্যান্য পদে রয়েছেন, যুগ্ম আহ্বায়ক: মাহিন আহম্মেদ উদয় ও দৈনিক আমার বার্তা প্রতিনিধি ইয়াসির আরাফাত। সদস্যবৃন্দ: সুমি আক্তার, মোরসালিন মোহাম্মদ সানজিদ, নাফিজুল করিম, আবু আওসাফ রিয়াদ, মিরাজ তালুকদার, তালহা আব্দুল্লাহ তামিম, সাইফুল ইসলাম ও মো. মাহবুব হোসাইন।

অনুমোদনের পর আহ্বায়ক সাজ্জাদুর রহমান সিহাব বলেন, “ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে সাংবাদিকতা চর্চাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে এই ফোরামের সূচনা। আমরা চাই শিক্ষার্থীরা ক্যাম্পাসের ইতিবাচক দিক তুলে ধরুক, সমাজ সচেতনতা গড়ে তুলুক এবং তথ্যভিত্তিক লেখালেখির মাধ্যমে নিজেদের দক্ষতা বিকশিত করুক। ‘সাংবাদিক ফোরাম’ হবে সেই সুযোগের প্ল্যাটফর্ম।”

সদস্য সচিব মিজানুর রহমান বলেন, “দেশের দায়িত্বশীল ও সচেতন নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত হতে ছাত্রজীবনে সাংবাদিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের লক্ষ্য হচ্ছে ক্যাম্পাস সাংবাদিকতার একটি দৃঢ় ভিত্তি তৈরি করা। সাংবাদিকতার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা ও ইতিবাচক নেতৃত্ব বিকাশের দিকেও আমরা সমান গুরুত্ব দেব।”

সূত্র জানায়, নতুন আহ্বায়ক কমিটি আগামী ছয় মাস সংগঠনের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে। এই সময়ের মধ্যে সদস্য সংগ্রহ, সংবিধান প্রণয়ন ও পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন করবে তারা।

প্রতিষ্ঠানের শিক্ষকরা নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে আশা প্রকাশ করেছেন যে, নতুন নেতৃত্বের হাতে ‘ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সাংবাদিক ফোরাম’ আরও কার্যকর ও গতিশীল ভূমিকা রাখবে।

উল্লেখ্য, শিক্ষার্থীদের সাংবাদিকতা চর্চা, তথ্যনির্ভর লেখালেখি ও মুক্তচিন্তার বিকাশে উৎসাহিত করতে ‘ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সাংবাদিক ফোরাম’ গঠিত হয়েছে। ক্যাম্পাস সংবাদ পরিবেশন, শিক্ষার্থীদের সমস্যা তুলে ধরা এবং দক্ষ রিপোর্টার তৈরিতে ফোরামটি ইতিমধ্যেই ভূমিকা রাখতে শুরু করেছে।

নতুন কমিটি অনুমোদনের মাধ্যমে সংগঠনটির কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে বলে মনে করছেন শিক্ষার্থীরা। তরুণ সাংবাদিকদের সক্রিয় অংশগ্রহণে ফোরামটি আগামী দিনে ক্যাম্পাস সাংবাদিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে—এমনটাই প্রত্যাশা সবার।

Link copied!