গৌরীপুরে মনোনয়নকে কেন্দ্র করে উত্তেজনা: ময়মনসিংহে ডিবি ও থানা পুলিশের অভিযান জোরদার

নিজস্ব সংবাদদাতা , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ১০ নভেম্বর, ২০২৫, ০১:৩৪ পিএম

প্রতিকী ছবি

গৌরীপুরে বিএনপি’র মনোনয়নকে কেন্দ্র করে উত্তেজনা দিন দিন তীব্র আকার ধারণ করছে। জেলা পুলিশের একাধিক সূত্র জানিয়েছে, আওয়ামী লীগের একটি প্রভাবশালী গ্রুপ বিএনপি’র একাংশকে গোপনে অর্থ ও লজিস্টিক সহায়তা দিচ্ছে, যার ফলে দুই দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব আরও জটিল হয়ে উঠেছে।

এই পরিস্থিতিতে ময়মনসিংহ জেলা গোয়েন্দা (ডিবি) ও ১৪টি থানার পুলিশ যৌথভাবে অভিযান শুরু করেছে, যা চলছে ১০ নভেম্বর থেকে।

অভিযানে ইতিমধ্যে বিএনপি, নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠনের একাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুল্লাহ আল মামুন বলেন, “ময়মনসিংহ জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রতিদিন অভিযান চলছে। ১৪টি থানার পুলিশ মাঠে রয়েছে। যারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে বা উসকানি দেবে, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না।”

তিনি আরও বলেন,“সামাজিক যোগাযোগমাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের কিছু কর্মী। আমরা সাইবার ইউনিটের মাধ্যমে তাদের সনাক্ত করছি। যারা অপপ্রচার চালাচ্ছে, তাদেরও দ্রুত গ্রেপ্তার করা হবে।”

ময়মনসিংহ জেলা পুলিশের একাধিক সূত্র জানায়, অন্তর্বর্তী সরকারবিরোধী প্রচারণা ও স্থানীয় রাজনৈতিক দ্বন্দ্বের কারণে জেলার গৌরীপুর, ফুলবাড়ী ও ত্রিশাল উপজেলায় নতুন করে উত্তেজনা ছড়ানোর আশঙ্কা তৈরি হয়েছে।

এ কারণে জেলা পুলিশ ও ডিবি যৌথভাবে বিশেষ অভিযান ও গোয়েন্দা নজরদারি জোরদার করেছে।

রায় ঘোষণার আগ পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কর্মকর্তারা, যাতে কোনো ধরনের নাশকতা বা অস্থিতিশীলতা সৃষ্টি না হয়।

আইনের শাসন নিশ্চিত করা এবং সাধারণ মানুষের নিরাপত্তা রক্ষা করাই এখন আমাদের একমাত্র লক্ষ্য। বিশৃঙ্খলা সৃষ্টি করলে দল, পদ-পদবি—কিছুই দেখবে না পুলিশ।”

Advertisement

Link copied!