শিক্ষকদের আন্দোলনে পুলিশের হামলার প্রতিবাদে দিরাইয়ে মানববন্ধন

নিউজ ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ১০ নভেম্বর, ২০২৫, ০৭:৩০ পিএম

রায়হান, দিরাই: সহকারী শিক্ষকদের ১০ম গ্রেডসহ তিন দফা দাবি বাস্তবায়নের আন্দোলনে পুলিশের হামলার প্রতিবাদে দিরাইয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

দিরাই পৌর শহরের থানা পয়েন্টে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা এই কর্মসূচি পালন করেন। সহকারী শিক্ষক সুজিত মিয়ার সভাপতিত্বে ও গুলজার হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহকারী শিক্ষক নরোত্তম রায়, রুহুল আমিন, মোমেনা সিদ্দিকা তাপসী, বকুল রায়, সানোয়ার হোসেন ইমন, আবুহেনা চৌধুরী, বিশ্বজিৎ দাস, সালিমুল হক, দেবেশ তালুকদার, বাবুল সরকার, অনিরুদ্ধ দাস প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, সহকারী শিক্ষকরা দীর্ঘদিন ধরে তাদের ন্যায্য দাবি আদায়ের জন্য শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। কিন্তু এখনো সেই দাবিগুলো বাস্তবায়িত হয়নি। বক্তারা ঢাকায় সহকারী শিক্ষকদের তিন দফা দাবি আদায়ের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের হামলা ও অমানবিক আচরণের প্রতিবাদ জানান।

Link copied!