ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শেষ হওয়ার পথে এসে অভাবনীয় সাফল্য লাভ করেছে। টিকাদান কার্যক্রমের অগ্রগতি ও সার্বিক বাস্তবায়ন পর্যালোচনার জন্য দ্বিতীয়বারের মতো উপজেলা সমন্বয় ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।
বুধবার দুপুরে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ বাস্তবায়ন অগ্রগতি নিয়ে উপজেলা কো-অর্ডিনেশন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জাকির হোসাইন জানান, ১২ অক্টোবর থেকে শুরু হওয়া জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন আগামী ১৩ নভেম্বর শেষ হবে। ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী প্রায় ১ লাখ ৭২৮ জন শিশুকে বিনামূল্যে ইনজেকটেবল টাইফয়েড টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করে মাঠপর্যায়ে কাজ শুরু করা হয়।
তিনি বলেন, এ পর্যন্ত প্রাতিষ্ঠানিক পর্যায়ে ৬৭ হাজার ৯২৮ জন ও কমিউনিটি পর্যায়ে ২৯ হাজার ৫১৪ জনসহ মোট ৯৭ হাজার ৪৯২ জন শিশুকে টিকা দেওয়া হয়েছে। ঈশ্বরগঞ্জে জনগণের সচেতনতা ও স্বাস্থ্যকর্মীদের আন্তরিক পরিশ্রমের কারণেই এই সাফল্য অর্জিত হয়েছে। আশা করছি নির্ধারিত সময়ের মধ্যেই শতভাগ লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে।
ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির এলাকা ব্যবস্থাপক মো. সাইফুল ইসলাম বলেন, জনগণের সহযোগিতা এবং স্থানীয় প্রশাসনের সহায়তা ছাড়া এ ধরনের বৃহৎ কর্মসূচি সফল করা সম্ভব নয়। আমরা মাঠপর্যায়ে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রেখেছি।
ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল আউয়াল বলেন, স্বাস্থ্য বিভাগের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এমন জনস্বাস্থ্য সচেতনতামূলক কর্মসূচি যত বেশি প্রচার হবে, তত বেশি মানুষ উপকৃত হবে। গণমাধ্যমও এ বিষয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করছে।
তিনি আরও বলেন, এই টিকাদান কর্মসূচি শুধুমাত্র একটি স্বাস্থ্য উদ্যোগ নয়, এটি একটি জন আন্দোলন। যার মাধ্যমে আগামী প্রজন্মকে টাইফয়েডের মতো ভয়াবহ ব্যাধি থেকে রক্ষা করা সম্ভব হবে।
ইপিআই কর্মকর্তা মো. ইলিয়াস বলেন, মাঠপর্যায়ের কর্মীদের নিবেদিত মনোভাব ও নিয়মিত মনিটরিংয়ের কারণে এই কর্মসূচি সুন্দরভাবে এগিয়ে চলছে। শিশুদের টিকাদান নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব।
এ সময় উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ থানার উপ-পরিদর্শক রাশেদ মোশারফ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারী, ব্র্যাক ও অন্যান্য সহযোগী সংস্থার প্রতিনিধি এবং মাঠপর্যায়ের টিকাদান কর্মীরা।
আপনার মতামত লিখুন :