ময়মনসিংহের তারাকান্দায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক বিপ্লব হোসেন চৌধুরী (৪৪) কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে ময়মনসিংহ শহরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত বিপ্লব হোসেন চৌধুরী উপজেলার ১নং তারাকান্দা ইউনিয়নের ধলীরকান্দা গ্রামের মৃত চাঁনু চৌধুরীর ছেলে এবং উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক।
এছাড়াও, উপজেলার বিসকা ইউনিয়ন আওয়ামী লীগের সক্রিয় সদস্য আব্দুল মালেককে গ্রেফতার করেছে তারাকান্দা থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. টিপু সুলতান। তিনি জানান, "জেলা গোয়েন্দা শাখার সদস্যরা ময়মনসিংহ শহর থেকে বিপ্লব হোসেন চৌধুরীকে গ্রেফতার করেছে। বর্তমানে তিনি ডিবির হেফাজতে আছেন।"
আপনার মতামত লিখুন :