ময়মনসিংহে ‘ডেভিল হান্ট’ নামে পরিচিত অনলাইনভিত্তিক অবৈধ রেসিং ও দলীয় কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে পুলিশ। অভিযানে ২০ জন যুবককে আটক করা হয়েছে।
ময়মনসিংহ জেলা পুলিশ সুপার কাজী আখতার উল আলমের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে বৃহস্পতিবার গভীর রাতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও থানা পুলিশ যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।
এ সময় আটক যুবকদের কাছ থেকে মোটরসাইকেল, মোবাইল ফোন ও বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস জব্দ করা হয়।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি শিবিরুল ইসলাম জানান, আটকরা সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ডেভিল হান্ট’ নামে একটি গ্রুপের সক্রিয় সদস্য। তারা নিয়মিত গভীর রাতে শহরের বিভিন্ন সড়কে রেসিং, স্টান্টবাজি এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল।
অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি তাদের জিজ্ঞাসাবাদ করে ‘ডেভিল হান্ট’ গ্রুপটির মূল হোতাদের শনাক্তে কাজ চলছে।
আপনার মতামত লিখুন :