ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও উপজেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার লুজুল্লাহেল মাজেদ বাবু স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে ময়মনসিংহ নগরীর নতুন বাজার রোডের ট্রিপল ট্রি রেস্টুরেন্টে অনুষ্ঠিত এ সভায় তিনি এলাকার সার্বিক উন্নয়ন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার বিষয়ে তাঁর অঙ্গীকার ব্যক্ত করেন।
ইঞ্জিনিয়ার মাজেদ বাবু বলেন,আমার নেতা তারেক রহমান যা ভালো মনে করেছেন, তাই করেছেন। আমি তাঁর প্রতি কৃতজ্ঞ এবং ঈশ্বরগঞ্জবাসীর কল্যাণে সবসময় কাজ করে যাবো।
সভাটি সঞ্চালনা করেন দৈনিক দিনকাল পত্রিকার ময়মনসিংহ জেলা প্রতিনিধি মো. আমান উল্লাহ আকন্দ জাহাঙ্গীর। এতে উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনি, যুগ্ম আহ্বায়ক শরীফ আবেদীন জায়েদী, সদস্য রাতুল সরকারসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ। পরিশেষে মাজেদ বাবু আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঈশ্বরগঞ্জবাসীর সহযোগিতা ও দোয়া কামনা করেন।
আপনার মতামত লিখুন :