আইজিপি বাহারুলকে অপসারণে প্রধান উপদেষ্টার কাছে আবেদন

নিজস্ব সংবাদদাতা , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ০৬ ডিসেম্বর, ২০২৫, ০৩:৫২ পিএম

জাহাঙ্গীর আলম তপু: ২০০৯ সালের বিডিআর হত্যাকাণ্ড তদন্তে গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে নাম আসায় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. বাহারুল আলমকে বরখাস্তের দাবি জানিয়ে প্রধান উপদেষ্টার কাছে আবেদন করা হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) ডাকযোগে এ আবেদন পাঠান ন্যাশনাল লইয়ার্স কাউন্সিলের চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের আইনজীবী এসএম জুলফিকার আলী জুনু।

আবেদনে তিনি উল্লেখ করেন, জাতীয় জীবনের সবচেয়ে করুণ অধ্যায়গুলোর একটি ২০০৯ সালের বিডিআর হত্যাকাণ্ড, যেখানে ৫৭ জন সেনা কর্মকর্তা সহ বহু সদস্য নির্মমভাবে শহীদ হন। এই ঘটনা এখনও জাতির হৃদয়ে গভীর বেদনার স্মৃতি হয়ে আছে। সাম্প্রতিক সময়ে প্রকাশিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের রিপোর্টে বর্তমান আইজিপি বাহারুল আলমের নাম উঠে আসায় ন্যায়বিচার, জনবিশ্বাস এবং বিচারপ্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

তিনি আরও বলেন, রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর সর্বোচ্চ পদে দায়িত্ব পালনরত একজন কর্মকর্তার নাম এমন একটি রাষ্ট্রদ্রোহী ও গণহত্যার তদন্তে উল্লেখ হওয়া অত্যন্ত সংবেদনশীল ও গুরুতর বিষয়। পদে বহাল থাকা অবস্থায় তার বিরুদ্ধে এমন অভিযোগ তদন্তের স্বচ্ছতা, নিরপেক্ষতা ও জনআস্থার পথে গুরুতর প্রতিবন্ধকতা তৈরি করতে পারে।

আবেদনে বলা হয়, অন্তর্র্বতী সরকারের অন্যতম অঙ্গীকার হলো আইনের শাসন, ন্যায়বিচার, দুর্নীতি দমন এবং রাষ্ট্রের প্রতি জনআস্থা পুনর্গঠন। এমন পরিস্থিতিতে তদন্ত রিপোর্টে নাম আসার পরও আইজিপি বাহারুল আলমের দায়িত্বে বহাল থাকা—বিচারব্যবস্থা ও প্রশাসনের প্রতি জনমনে সন্দেহ সৃষ্টি করছে। ন্যায়বিচার শুধু আদালতের রায়ে নয়, বরং সরকারের যথাযথ পদক্ষেপেও প্রতিফলিত হওয়া প্রয়োজন।

এসএম জুলফিকার আলী জুনু বলেন, বিডিআর হত্যাকাণ্ড তদন্ত রিপোর্টে নাম আসায় বর্তমান আইজিপি বাহারুল আলমকে অবিলম্বে পদ থেকে অব্যাহতি বা বরখাস্ত করা উচিত। মামলার পূর্ণাঙ্গ ন্যায়বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব কর্মকর্তার ভূমিকা ও দায় নির্ণয়ে কার্যকর পদক্ষেপ নিতে হবে।”

তিনি আরও দাবি করেন স্বাধীন তদন্ত কমিশনের সুপারিশসমূহ দ্রুত বাস্তবায়নে সরকারের তাৎক্ষণিক হস্তক্ষেপ প্রয়োজন, যাতে রাষ্ট্র ও জনগণ উভয়ে ন্যায়বিচারের প্রকৃত প্রতিফলন অনুভব করতে পারে।

Advertisement

Link copied!