ডিআইইউ বন্ধুসভার দায়িত্বে আদিল-মিশাল

মোঃ আল শাহারিয়া সুইট , ডিআইইউ সংবাদদাতা

প্রকাশিত: ০২ জানুয়ারী, ২০২৬, ০৫:১৩ পিএম

প্রথম আলো বন্ধুসভা ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ২০২৬ সালের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আদিল সরকার সভাপতি এবং সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আহমেদ মিশাল সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

বছরের শুরুতেই বন্ধুসভার কেন্দ্রীয় পরিষদ থেকে আগামী এক বছরের জন্য এই কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন: সহ-সভাপতি মাজহারুল ইসলাম, মেহেনুর রহমান; যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুল ইসলাম, উম্মেহানি আক্তার; সাংগঠনিক সম্পাদক হাসিন ইসরাক; সহ-সাংগঠনিক সুমাইয়া আক্তার মিম; অর্থ সম্পাদক আক্তারুজ্জামান আকাশ; দপ্তর সম্পাদক সুইটি পালমা; প্রচার সম্পাদক সাব্বির হোসেন; পাঠাগার ও পাঠচক্র সম্পাদক সাব্বির হোসেন রাজা; সাংস্কৃতিক সম্পাদক সানজিদা আক্তার; জেন্ডার ও সমতা বিষয়ক সম্পাদক মো. আবু সুফিয়ান; প্রশিক্ষণ সম্পাদক মো. সজীব; দুর্যোগ ও ত্রাণ সম্পাদক মো. আরমান হোসেন; ক্রীড়া ও স্বাস্থ্য সম্পাদক সাদিকুল ইসলাম অভি; পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক সানজিদা জেরিন; মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক আবির; তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক আতাউল আক্তার; ম্যাগাজিন সম্পাদক সুরাইয়া সৃষ্টি; বইমেলা সম্পাদক সাদিয়া রহমান; কার্যনির্বাহী সদস্য রুমিন আক্তার রুমি, সাদিয়া আক্তার।

এছাড়াও উপদেষ্টা হিসেবে রয়েছেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সম্মানিত শিক্ষকবৃন্দ।

সংশ্লিষ্টরা প্রত্যাশা ব্যক্ত করেছেন যে, নতুন নেতৃত্বে প্রথম আলো বন্ধুসভা ডিআইইউ শিক্ষা, সংস্কৃতি, মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে আরও সক্রিয় ও কার্যকর ভূমিকা পালন করবে। নবনির্বাচিত সভাপতি আদিল সরকার ও সাধারণ সম্পাদক আহমেদ মিশালের নেতৃত্বে বন্ধুসভার কার্যক্রম আরও গতিশীল ও ইতিবাচক ধারায় এগিয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

Link copied!