ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত মানবিক কর্মসূচি ‘শীতার্তদের কম্বল দাও’ সফলভাবে বাস্তবায়িত হয়েছে। কর্মসূচির চূড়ান্ত অগ্রগতি সম্পর্কে আজ ৩ জানুয়ারি প্রথম প্রহরে রাত ১২টা ৯ মিনিটে এক ভিডিওবার্তায় বিস্তারিত জানান কর্মসূচির ঘোষক মুহাম্মদ মিজানুর রহমান।
ভিডিওবার্তায় তিনি জানান, কর্মসূচি বাস্তবায়নে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সাধারণ শিক্ষার্থী, শিক্ষক, শিক্ষার্থী প্রতিনিধি ও সংশ্লিষ্ট সবার সম্মিলিত সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এ জন্য তিনি সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
গভীর রাতে কম্বল বিতরণের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, প্রকৃত শীতার্তদের কাছে সহায়তা পৌঁছে দেওয়াই ছিল মূল উদ্দেশ্য। রাস্তায় বস্তা বা কাপড় গায়ে দেওয়া অসহায় মানুষদের হাতে কম্বল পৌঁছানো এবং দানের প্রতিটি টাকার যথাযথ ব্যবহার নিশ্চিত করাই এই উদ্যোগের লক্ষ্য।
তিনি আরও জানান, কর্মসূচির অংশ হিসেবে তিনি নিজেসহ ৮ থেকে ১০ জন শিক্ষার্থী রাতভর বিভিন্ন এলাকায় কম্বল বিতরণ করেন। রাতের শুরু থেকে ভোর ৪টা পর্যন্ত ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সংলগ্ন এলাকা, হাতিরঝিল ও মগবাজারে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীরা সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধের দৃষ্টান্ত স্থাপন করেছেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শীত মৌসুমে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এই কর্মসূচিকে স্থানীয় বাসিন্দারাও ইতিবাচকভাবে দেখছেন।
উল্লেখ্য, শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সম্মিলিত প্রচেষ্টায় বাস্তবায়িত হওয়ায় ‘শীতার্তদের কম্বল দাও’ কর্মসূচিটি ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের একটি প্রশংসনীয় মানবিক উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।
আপনার মতামত লিখুন :