ত্যাগী ও পরীক্ষিত নেতৃবৃন্দকে বাদ দিয়ে বিতর্কিত ব্যক্তিদের সমন্বয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন, বাংলাদেশ (ডিইএব)’র কমিটি ঘোষণার তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশী জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার নেতৃবৃন্দ।
আজ (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকার কাকরাইলে আইডিইবি ভবনে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন, বাংলাদেশ (ডিইএব) এর ব্যানারে কমিটিতে বঞ্চিত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারগণ প্রতিবাদ সভা থেকে তারা এই প্রতিবাদ জানান। সভায় উল্লেখ করা হয় বিএনপি’র কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ভুল বুঝিয়ে সুবিধাবাদীদের সমন্বয়ে ডিইএব’র ৩৩ সদস্যের যে কমিটি অনুমোদন নেয়া হয়েছে, সেখানে ২৩ জনই বিতর্কিত, সুবিধাবাদী, শিবির ও আওয়ামী লীগ আশীর্বাদপুষ্ট, যাদের বিগত ১৭ বছরে দলের দুর্দিনে কোন কর্মসূচিতে দেখা যায়নি।
বিশেষ করে কমিটির আহবায়ক মোঃ হানিফ ছাত্র জীবন থেকে শিবিরের রাজনীতির সাথে সংশ্লিষ্ট ছিলেন। তিনি ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে শিবির সমর্থিত ভিপি প্রার্থী হয়ে ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী ইবনে ফজল সাইফুজ্জামান সন্টুর কাছে পরাজিত হয়েছেন। অন্যান্যরা বিভিন্ন সময়ে আওয়ামী লীগ ও জামায়াতের সাংগঠনিক কর্মকান্ডে সক্রিয় অংশ নিয়েছেন। যা শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পক্ষে মেনে নেয়া সম্ভব নয়। সভা থেকে অবিলম্বে এই বিতর্কিত কমিটি বাতিল করে ত্যাগী ও পরীক্ষত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সমন্বয়ে ডিইএব’র কমিটি পুনর্গঠন ও অনুমোদনের জন্য বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের প্রতি আহবান জানানো হয়।
ডিইএব’র সভাপতি প্রকৌ. ইবনে ফজল সাইফুজ্জামান সন্টুর সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রকৌ. মোহাম্মদ গোলাম কিবরিয়া রুবেল। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন প্রকৌ. ইয়াকুব আলী ফকির, প্রকৌ. তৈয়েবুর রহমান মুকুল, প্রকৌ. এইচ এম মিলন পাটোয়ারী, প্রকৌ. এস এম কালাম হোসেন, প্রকৌ. মোঃ আলমগীর হোসেন, প্রকৌ. জাহাঙ্গীর আলম, প্রকৌ. নিজাম উদ্দিন, প্রকৌ. রফিকুল ইসলাম সোহেল, প্রকৌ. আব্দুল গণি, প্রকৌ. আইনুল আলম, প্রকৌ. এস এম ফিরোজ, প্রকৌ. সাহাব উদ্দিন সাবু, প্রকৌ. মোয়াজ্জেম হোসেন, প্রকৌ. পারভেজ মোশাররফ রাঢ়ী, প্রকৌ. আবু হানিফ, প্রকৌ. তুহিনুজ্জামান, প্রকৌ. আশরাফুল আলম, প্রকৌ. শহিদুজ্জামান, প্রকৌ. শফিকুল ইসলাম, প্রকৌ. মোরশেদ আলম, প্রকৌ. ইমরান বিপু, প্রকৌ. শফিকুল ইসলাম, প্রকৌ. রবিউল ইসলাম মুসা, প্রকৌ. দেবাশীষ ভৌমিক, প্রকৌ. ওবায়দুল আলম, প্রকৌ. সাবিবর আহমেদ, প্রকৌ. মোঃ মামুনুল হাসান, প্রকৌ. মাকলুব ভূঞা প্রমুখ।
আপনার মতামত লিখুন :