বকশীগঞ্জে এম রশিদুজ্জামান মিল্লাতের মতবিনিময়

মনিরুজ্জামান লিমন , বকশীগঞ্জ (জামালপুর) সংবাদদাতা

প্রকাশিত: ১৩ জানুয়ারী, ২০২৬, ০৬:৫৪ পিএম

জামালপুরের বকশীগঞ্জে মুসলিম নগর দরবার শরীফের পীর এমরান খন্দকারের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন বিএনপির কেন্দ্রীয় কোষাধ্যক্ষ ও বিএনপি মনোনীত প্রার্থী এম রশিদুজ্জামান মিল্লাত।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে সাবেক এই সংসদ সদস্য দরবার শরীফে যান। এসময় তিনি দরবারের মরহুম পীর আছির উদ্দিন খন্দকার ও মুছা কারী খন্দকারের মাজার জিয়ারত করেন। এছাড়াও মিলাদ ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।

মতবিনিময়কালে সাবেক এমপি এম রশিদুজ্জামান মিল্লাত উপস্থিত সকল জাকেরানের নিকট দোয়া প্রার্থনা করেন।

মতবিনিময় ও দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে সাবেক এমপি মিল্লাতের পুত্র ব্যারিস্টার শাহাদাত বিন জামান শোভন, বকশীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রশিদ সাদা, সাংগঠনিক সম্পাদক সাঈদ বিন আনোয়ার সজীব, বকশীগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক বিপ্লব সওদাগর, সদস্য সচিব মাহবুবুর রহমান লাভলু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আশিকুর রহমান তুলন, সাধুরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি গাজীউর রহমান মোল্লা, সাধারণ সম্পাদক আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক শাহীন খান সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Advertisement

Link copied!