ময়মনসিংহ র্যাব-১৪, ক্যাম্পের একটি আভিযানিক দল ৬ মাসের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে।
র্যাব সূত্র জানায়, ১২ জানুয়ারি ২০২৬ খ্রি. রাত আনুমানিক ৭টা ৩০ মিনিটে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন টাউনহল মোড় এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার সিআর মামলা নং-২৭১/২৪, প্রসেস-৩৪৫/২৬, দণ্ডবিধির ৩২৩ ধারায় ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি দৈনিক প্রলয় পত্রিকার যুগ্ম সম্পাদক মোঃ আনিসুর রহমান (৩২) গ্রেফতার হন।
গ্রেফতারকৃত ময়মনসিংহের মুক্তাগাছা থানার মহেশপুর গ্রামের মৃত আবুল হোসেনের পুত্র আনিসুর রহমান। র্যাব আরও জানায়, গ্রেফতারের পর আসামি আনিসুর রহমানকে মুক্তাগাছা থানায় হস্তান্ত করা হয়েছে। মুক্তাগাছা পুলিশ জানায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :