হাইকোর্টের নির্দেশে শেরপুর-২ আসনে আব্দুল্লাহ বাদশার মনোনয়নপত্র জমা

নাজমুল হাসান নয়ন , নালিতাবাড়ী (শেরপুর) সংবাদদাতা

প্রকাশিত: ১৪ জানুয়ারী, ২০২৬, ০৫:০৭ পিএম

শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে এবি পার্টি মনোনীত প্রার্থী আব্দুল্লাহ বাদশা অবশেষে তাঁর মনোনয়নপত্র জমা দিয়েছেন। বুধবার (১৪ জানুয়ারি) তিনি জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেন।

এর আগে গত ২৯ ডিসেম্বর নির্ধারিত সময়ের মাত্র পাঁচ মিনিট দেরিতে উপস্থিত হওয়ায় সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরিন তাঁর মনোনয়নপত্র গ্রহণ করতে অস্বীকৃতি জানান। মনোনয়ন জমা দিতে না পেরে সেদিন সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়েই কান্নায় ভেঙে পড়েন আব্দুল্লাহ বাদশা। ওই ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং গণমাধ্যমেও ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।

ঘটনার পরপরই আব্দুল্লাহ বাদশা হাইকোর্টে রিট আবেদন করেন। শুনানি শেষে আদালত তাঁকে বৈধ প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ প্রদান করেন। আদালতের নির্দেশনার পরিপ্রেক্ষিতেই বুধবার তিনি পুনরায় মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়ন জমা শেষে আব্দুল্লাহ বাদশা বলেন, "ন্যায়ের ওপর আমার পূর্ণ আস্থা ছিল। আদালত সেই ন্যায়বিচার নিশ্চিত করেছেন। আমি শেরপুর-২ আসনের সাধারণ মানুষের অধিকার ও প্রত্যাশা নিয়ে নির্বাচনী মাঠে থাকতে চাই।"

স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আব্দুল্লাহ বাদশার মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। অনেকেই মনে করছেন, এই ঘটনাটি আসন্ন নির্বাচনে শেরপুর-২ আসনের রাজনীতিতে ভিন্ন মাত্রা যোগ করবে।

Advertisement

Link copied!