ময়মনসিংহ সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডে সক্রিয় মাদক কারবারিদের নাম প্রকাশের পর সাংবাদিক বিল্লাল হোসেন মানিক ও তার পরিবার হুমকির মুখে পড়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি সদর কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
সাংবাদিক বিল্লাল হোসেন মানিক জানান, গত ৯ জানুয়ারি ২০২৬ তারিখে গোপন তথ্যের ভিত্তিতে তিনি নিজের ফেসবুক আইডি থেকে ২৬ নম্বর ওয়ার্ডের মাতাল বাড়ি ও মুজিব মার্কেট এলাকায় মাদক কারবারে জড়িত কয়েকজনের নাম প্রকাশ করেন। পোস্ট প্রকাশের পর থেকেই অভিযুক্ত মাদক কারবারি ও তাদের সহযোগীরা তাকে ও তার পরিবারের সদস্যদের নানা ধরনের ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছে।
তিনি আরও বলেন, মুজিব মার্কেটে তার আপন বোন জামাইয়ের একটি দোকান রয়েছে। তাকে নিরীহ মানুষ মনে করে দোকানে গিয়ে অপমান করা হচ্ছে। পাশাপাশি তার ভাগিনাসহ পরিবারের অন্যান্য সদস্যদেরও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। এতে পুরো পরিবার চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছে।
পরিস্থিতি বিবেচনায় তিনি সদর কোতোয়ালি মডেল থানায় উপস্থিত হয়ে বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত করেন। অভিযোগ গ্রহণকালে পুলিশ সুপার ও থানার অফিসার ইনচার্জ (ওসি) আন্তরিকতার সঙ্গে বিষয়টি শোনেন এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
সাংবাদিক বিল্লাল হোসেন মানিকের দাবি, মাদকবিরোধী অবস্থান নেওয়ার কারণেই পরিকল্পিতভাবে তাকে ও তার পরিবারকে টার্গেট করা হয়েছে। তিনি দ্রুত অভিযুক্তদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
পুলিশ জানিয়েছে, জিডির বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :