শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ০২:২৯ পূর্বাহ্ন

আপডেট
সম্পূর্ণ নতুন রূপে সোহরাওয়ার্দী কলেজের কেন্দ্রীয় লাইব্রেরি

সম্পূর্ণ নতুন রূপে সোহরাওয়ার্দী কলেজের কেন্দ্রীয় লাইব্রেরি

সম্পূর্ণ নতুন রূপে সোহরাওয়ার্দী কলেজের কেন্দ্রীয় লাইব্রেরি

মো. জাহিদ হাসানঃ পুরোপুরি নতুন আঙ্গিকে সাজানো হয়েছে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের কেন্দ্রিয় লাইব্রেরি। অভ্যন্তরীণ সাজসজ্জা বৃদ্ধির পাশাপাশি আসন সংকট নিরসন করতে শিক্ষার্থীদের জন্য নতুন করে ৩০টি আসন এবং শিক্ষকদের জন্য সংরক্ষিত ১২টি আসন যুক্ত করেছে কর্তৃপক্ষ।

দীর্ঘদিন ধরেই লাইব্রেরিতে আসন সংকটে ভুগছিল শিক্ষার্থীরা। প্রায় বারো হাজার শিক্ষার্থীর জন্য লাইব্রেরিতে আসন সংখ্যা খুবই সীমিত থাকায় আসন সংকট ছিলো নিত্যদিনের সঙ্গী। অবশেষে আসন বাড়ানোর ব্যবস্থা করা হয়েছে। কর্তৃপক্ষের ভাষ্যমতে ভবিষ্যতে লাইব্রেরিতে আসন সংখ্যা আরও বৃদ্ধীকরণ সহ সিসিটিভি ক্যামেরা স্থাপন, পাঠ্যক্রম অনুসারে নতুন বই সংযোজন, লাইব্রেরি কার্ডের সময় বর্ধনের পরিকল্পনাও রয়েছে।

পরবর্তী পরিকল্পনা নিয়ে লাইব্রেরিয়ান খন্দকার মো. সবুর আলম বলেন, ‘ভবিষ্যতে টোকেনের মাধ্যমে লাইব্রেরিতে বই পড়তে আসা শিক্ষার্থীদের প্রবেশ নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে। আমরা চাই সত্যিকারের পাঠক এখানে আসুক, জ্ঞান অর্জন করুক। পুরো ক্যাম্পাস আমাদের লাইব্রেরির অংশ। লাইব্রেরি থাকলে কলেজ বাচঁবে, লাইব্রেরি যদি মারা যায় তাহলে শিক্ষাপ্রতিষ্ঠান বেঁচে থাকতে পারে না।’

সবুর আলম আরও বলেন, ‘আমরা প্রথমে অনার্স চতুর্থ বর্ষ ও মাস্টার্সের শিক্ষার্থীদের জন্য লাইব্রেরির অভ্যন্তরে বসার ব্যবস্থা করতে চাই। কিন্তু যদি বাইরে বসার জায়গা পূর্ণ হয়ে যায় তাহলে সুযোগ সাপেক্ষে প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ এমনকি ইন্টারমিডিয়েটদের শিক্ষার্থীরাও লাইব্রেরির মধ্যে বই পড়তে পারবেন।’

বাংলা বিভাগের শিক্ষার্থী আকবর চৌধুরী বলেন, ‘এতোদিন দেখা গেছে সিট সংখ্যা কম থাকার কারণে অনেক সময় লাইব্রেরিতে গিয়ে ফিরে আসতে হয়েছে। কারণ লাইব্রেরিতে বাইরের অংশে কিছু সংখ্যক শিক্ষার্থী বসলে আর সিট পাওয়া যেতো না। আমি কলেজ প্রশাসনের এমন উদ্যোগকে সাধুবাদ জানাই।’

প্রাণীবিজ্ঞান বিভাগের আরেক শিক্ষার্থী অপূর্ব চক্রবর্তী বলেন, ‘আমি কিছু দিন আগে কলেজে লাইব্রেরিতে গিয়েছিলাম। কিছু বই চেয়েছিলাম। কিন্তু কোনো বই চাইলে খুঁজে এসে বলে এই বই আমাদের কাছে নাই। আমি আশা করি কলেজ প্রশাসন এ বিষয়টা দেখবে, নতুন নতুন বই সংযোজন করবে।’ এর পাশাপাশি কোন কোন বই লাইব্রেরিতে পাওয়া যাবে তার একটা তালিকা থাকা দরকার বলেও মনে করেন এই শিক্ষার্থী।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |