বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১০:২৯ পূর্বাহ্ন

আপডেট
ইন্সটিটিউট অব নজরুল স্টাডিজ আয়োজিত গবেষণা রীতি-পদ্ধতি কর্মশালা-২০২৪ অনুষ্ঠিত গাজীপুর মহানগর শিবিরের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত নবীনগরে দুর্নীতি প্রতিরোধ কমিটি উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ  হযরত কালাত শাহ তাহেরিয়া সুন্নীয়া নূরানী মাদ্রাসার নির্মাণ কাজের উদ্বোধন  মহান  বিজয় দিবস উপলক্ষে দোহার  উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা টেকনাফে ২ লাখ ৪৮ হাজার ইয়াবা ফেলে পালালো পাচারকারীরা বাউফলে ইউপি চেয়ারম্যান বাড়িতে হামলা করেছে দুর্বৃত্তরা নোবিপ্রবি ডিবেটিং সোসাইটির ১৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ইসকনের হামলায় আইনজীবী নিহতের প্রতিবাদে চবিতে বিক্ষোভ নান্দাইলে মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ পুরস্কার পেলেন ওসি ফরিদ আহমেদ
ইন্সটিটিউট অব নজরুল স্টাডিজ আয়োজিত গবেষণা রীতি-পদ্ধতি কর্মশালা-২০২৪ অনুষ্ঠিত

ইন্সটিটিউট অব নজরুল স্টাডিজ আয়োজিত গবেষণা রীতি-পদ্ধতি কর্মশালা-২০২৪ অনুষ্ঠিত

আলমগীর হোসেন, নজরুল বিশ্ববিদ্যালয়: ইন্সটিটিউট অব নজরুল স্টাডিজ আয়োজিত গবেষণা রীতি-পদ্ধতি কর্মশালা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) ইন্সটিটিউটটির সেমিনার রুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. বখতিয়ার উদ্দিন। কর্মশালায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইন্সটিটিউটটির অতিরিক্ত পরিচালক রাশেদুল আনাম ও কম্পিউটার অপারেটর মাহমুদুর রহমান আনসারী। ২ দিন ব্যাপী আয়োজিত এই কর্মশালার প্রথম দিন (আজ) ১৯ জন তরুণ নজরুল গবেষক অংশগ্রহণ করেন। কর্মশালায় ড. মো. বখতিয়ার উদ্দিন গবেষণার বিভিন্ন রীতি-নীতি ও কৌশল নিয়ে আলোচনা করেন। এসময় তিনি তরুণ গবেষকদের গবেষণা নৈতিকতা মেনে চলার পরামর্শও দেন।

অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীর জীবনে গবেষণা একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। নজরুল ইন্সটিটিউটের মাধ্যমে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সুযোগ হয়েছে নজরুল নিয়ে গবেষণা করার। বিশ্ববিদ্যালয়ের ১০ হাজার অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্য থেকে তোমরা গবেষণা প্রকল্প পেয়েছো। গবেষণার যে মেথড টা তোমরা এখান থেকে শিখবে সেই মেথডের জ্ঞানগুলো তোমাদের গবেষণায় প্রয়োগ করে নজরুল সম্পর্কে একটা সত্য উপস্থাপন করে নিয়ে আসবে এটা আমার বিশ্বাস। আজকের এই কর্মশালা তোমাদের জ্ঞান অন্বেষণের সেই পথকেই সুগম করবে এবং এখান থেকে অর্জিত শিক্ষাগুলো তোমাদের জীবনে পাথেয় হয়ে থাকবে।

উল্লেখ্য, ২৮ নভেম্বর বাকি ২১ জন গবেষককে নিয়ে ২য় দিনের কর্মশালা অনুষ্ঠিত হবে।

 

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |