সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ১২:০১ অপরাহ্ন
মেহেরপুর পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ড নামক স্থানে দ্রুতগামি একটি বাসের চাকায় পিষ্ট হয়ে অজ্ঞাত এক বৃদ্ধা ঘটনাস্থলে নিহত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দীন লাশ উদ্ধার করেছে।
এব্যাপারে মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দীন সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসাপাতাল মর্গে পাঠানো হয়েছে। অজ্ঞাত নারীর মরদেহ শনাক্তের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তিনি আরও বলেন, এঘটনায় মেহেরপুর সদর থানায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে।