শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১০:২৩ পূর্বাহ্ন
বাগেরহাটের মোল্লাহাটে সড়ক ও জনপথের জমিতে থাকা শতাধিক কাঁচা-পাকা ও আধা পাকা স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সেই সাথে ২০ কোটি টাকা মূল্যের ১০ একর জমি দখল মুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত খুলনা-মাওয়া মহাসড়কের মোল্লাহাট সেতুর দক্ষিন পাশে বাগেরহাট অংশে অভিযান চালিয়ে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
সওজ খুলনা বিভাগীয় কাযালয়ের এস্টেট ও আইন কর্মকর্তা উপসচিব অনিন্দিতা রায়ের নেতৃত্বে সড়ক বিভাগ বাগেরহাটের সহযোগিতায় এই অভিযান চালানো হয়। এসময় সওজ বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী মোঃ ফরিদ উদ্দিনসহ সড়ক বিভাগের কর্মকর্তা-কর্মচারী, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।
সরকারি জমি দখলমুক্ত করতে নিয়মিত এই অভিযান সময় সময় চালানো হবে বলে জানিয়েছেন সওজ বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী মোঃ ফরিদ উদ্দিন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে কিছু অসাধু মানুষ সড়কের জমিতে স্থাপনা নির্মান করে ভোগ দখল করছিল। তাদের স্থাপনা তুলে নেওয়ার জন্য আমরা নোটিশ প্রদান ও পত্রিকায় গন বিজ্ঞপ্তি দিয়েছি। কয়েকবার মাইকিংও করা হয়েছে অবৈধ স্থাপনা দখলদার উদ্যোগে ভেঙ্গে নেওয়ার জন্য। তারপরও কিছু মানুষ তাদের নির্মান করা অবৈধ স্থাপনা ভেঙ্গে নেয়নি। তাই আমরা সরকারি নিয়ম অনুযায়ী উচ্ছেদ অভিযান চালিয়ে আমাদের জমি দখল মুক্ত করেছি।
সওজ খুলনা বিভাগীয় কার্যালয়ের এস্টেট ও আইন কর্মকর্তা উপসচিব অনিন্দিতা রায় বলেন, অভিযান চালিয়ে আমরা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছি। আমাদের প্রায় ১০ একর জমি দখল মুক্ত করেছি। যার আনুমানিক মূল্য হবে ২০ কোটি টাকা। যারা এসব স্থাপনা নির্মান করেছিল তাদেরকে সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে যদি ধরণের অবৈধ স্থাপনা নির্মান করে তাহলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।