সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ১১:৩৩ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক:
নেত্রকোনা শহরের বড় স্টেশন এলাকায় গ্রামীণফোনের টাওয়ারে উঠে অবস্থান নেয় মাদরাসার এক ছাত্র। পরে দু’ঘণ্টা চেষ্টা করে তাকে উদ্ধার করে পুলিশ ও ফায়ার সার্ভিস।
মাদরাসা কর্তৃপক্ষ জানায়, বুধবার ভোর থেকে মোহাম্মদ বিশ্বাস নামের ওই শিক্ষার্থী নিখোঁজ ছিল। পরে স্থানীয়রা তাকে মোবাইল ফোনের টাওয়ারের উপরে দেখে পুলিশে সংবাদ দেয়। পুলিশ, ফায়ার সার্ভিস ও উপজেলা প্রশাসনের কর্মীরা দুই ঘণ্টা চেষ্টা করে দুপুর পৌনে ১২টার দিকে তাকে উদ্ধার করে।মোহাম্মদ বিশ্বাস (১৪) কলমাকান্দা উপজেলার বাবুল বিশ্বাসের ছেলে। সে শহরের সাতপাই মাদরাসাতুল আরকামের শিক্ষার্থী।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদা আক্তার জানান, দু’ঘণ্টা চেষ্টার পর পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা শিশুটিকে উদ্ধার করেছে। নেত্রকোনো আধুনিক সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে বাবা-মায়ের কাছে হস্তান্তর করা হবে।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, শিশুটি কেন সেখানে উঠেছে তা জানা যায়নি। কথা বলে তদন্ত করে দেখা হচ্ছে। তবে শিশুটি সুস্থ আছে।