বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ০৮:০৮ অপরাহ্ন
নওগাঁর রাণীনগরে মা-বাবার অভিযোগে হাসিবুল ইসলাম (২৪) নামে এক মাদকসেবীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার এ কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন।
কারাদণ্ডপ্রাপ্ত হাসিবুল ইসলাম উপজেলার বড়বড়িয়া গ্রামের আকতারুল ইসলামের ছেলে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন জানান, হাসিবুল দীর্ঘদিন থেকে প্রতিনিয়ত মাদক সেবন করেন এবং মাদক সেবনের টাকা না পেয়ে পরিবারের লোকজনের উপর অত্যাচার করে আসছেন। তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে তার বাবা-মা মাদকসেবী ছেলের বিরুদ্ধে অভিযোগে করেন।
অভিযোগের প্রেক্ষিতে বৃহস্পতিবার তার বাড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে হাসিবুল ইসলামকে আটক করে ঘটনার সত্যতা পাওয়ায় মাদক সেবনের অপরাধে হাসিবুলকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
তিনি আরও জানান, এদিনই রাণীনগর থানা পুলিশ কারাদণ্ডপ্রাপ্ত হাসিবুল ইসলামকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে।