রবিবার, ০৩ নভেম্বর ২০২৪, ০৪:০৩ অপরাহ্ন

আপডেট
গফরগাঁওয়ে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত 

গফরগাঁওয়ে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত 

নূর মোহাম্মদ ইয়ন, গফরগাঁওঃ
বিএনপি-জামায়াত জোট সরকারের শাসনামলে সংঘটিত দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদসহ অপপ্রচার-গুজবের মাধ্যমে দেশবিরোধী অপশক্তি বিএনপি ও তার দোসরদের সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির উসকানির প্রতিবাদে গফরগাঁও উপজেলা আওয়ামী লীগের বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
 বুধবার (১৭ আগষ্ট) বেলা সাড়ে ১২ টায় গফরগাঁও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাহমী গোলন্দাজ বাবেল এমপির নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিলটি মধ্যবাজার আওয়ামী লীগ কার্যালয়  থেকে বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আওয়ামী লীগ কার্যালয়ে এসে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।
এতে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ফাহমী গোলন্দাজ বাবেল এমপি। অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আবুল কাশেম,  পৌর মেয়র এস এম ইকবাল হোসেন সুমন, যুগ্ন সম্পাদক অধ্যক্ষ আতাউর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ প্রমূখ।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |