সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০২:৩২ পূর্বাহ্ন

হালুয়াঘাটে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ দিল বিজিবি

হালুয়াঘাটে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ দিল বিজিবি

দেওয়ান নাঈম,হালুয়াঘাট(ময়মনসিংহ)প্রতিনিধিঃ

ময়মনসিংহের হালুয়াঘাটে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রবিবার(২১ আগষ্ট) সকালে উপজেলার কড়ইতলী বিজিবি ক্যাম্প সংলগ্ন মাজরাকুড়া বাজারের পুরাতন ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স চত্বরে এ সেবামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়। গরীব, সুবিধাবঞ্চিত ও অসহায় ৪শ রোগী এ কার্যক্রম থেকে সেবা নিয়েছেন বলে জানান বিজিবি কর্মকর্তারা।

ময়মনসিংহ ৩৯ বিজিবি ব্যটালিয়ানের আয়োজনে ওষুধ কার্যক্রমের চিকিৎসা প্রদান করেন ময়মনসিংহ সেক্টর এর এসএমও মেজর ডাঃ ফারজানা নোমান। এ সময় উপস্থিত ছিলেন, কড়ইতলী কোম্পানি কমান্ডার নায়েব সুবেদার কাজী আব্দুল বাসেদ, স্থানীয় ইউপি সদস্য জুলেখা খাতুন, মো. আবু বক্কর সিদ্দিক, ওয়ার্ড আ’লীগ সভাপতি আব্দুল জলিল হিরো প্রমূখ।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |