সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০২:৩২ পূর্বাহ্ন
দেওয়ান নাঈম,হালুয়াঘাট(ময়মনসিংহ)প্রতিনিধিঃ
ময়মনসিংহের হালুয়াঘাটে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রবিবার(২১ আগষ্ট) সকালে উপজেলার কড়ইতলী বিজিবি ক্যাম্প সংলগ্ন মাজরাকুড়া বাজারের পুরাতন ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স চত্বরে এ সেবামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়। গরীব, সুবিধাবঞ্চিত ও অসহায় ৪শ রোগী এ কার্যক্রম থেকে সেবা নিয়েছেন বলে জানান বিজিবি কর্মকর্তারা।
ময়মনসিংহ ৩৯ বিজিবি ব্যটালিয়ানের আয়োজনে ওষুধ কার্যক্রমের চিকিৎসা প্রদান করেন ময়মনসিংহ সেক্টর এর এসএমও মেজর ডাঃ ফারজানা নোমান। এ সময় উপস্থিত ছিলেন, কড়ইতলী কোম্পানি কমান্ডার নায়েব সুবেদার কাজী আব্দুল বাসেদ, স্থানীয় ইউপি সদস্য জুলেখা খাতুন, মো. আবু বক্কর সিদ্দিক, ওয়ার্ড আ’লীগ সভাপতি আব্দুল জলিল হিরো প্রমূখ।