রবিবার, ০৩ নভেম্বর ২০২৪, ০৩:০৬ অপরাহ্ন
-একেএম,রুহুল আমীন স্বপন:
জাতীয় শোক দিবসের অনুষ্ঠান রাজধানীর খিলক্ষেত থানার বরুড়া এলাকায় একটি প্রোগ্রাম শেষ করে দক্ষিণ খান থানার অন্য প্রোগ্রামে যোগদান করতে যাবার সময় দক্ষিণ খান জামতলায় রেলক্রসিং এ এমন ঘটনা ঘটে গত রাতে। রেললাইন পার হবার সময় হঠাৎ করে নজরে আসে ট্রেন চলে আসে।
ড্রাইভারের তরিৎ পদক্ষেপে অল্পের জন্য এ যাত্রায় রক্ষা পান তারা। জানা যায় মঙ্গলবার রাতে খিলক্ষেত থানার বরুড়া এলাকায় একটি শোক দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমপি হাবিব হাসান। অনুষ্ঠান শেষে দক্ষিণ খান থানায় অন্য একটা প্রোগ্রামে যোগদানের জন্য রওনা হয়ে দক্ষিণ খান জামতলা রেললাইনের রেলক্রসিং খোলা থাকায় এমপির গাড়ি রেললাইন পার হতে গেলে আকষ্মিকভাবে ট্রেন চলে আসে। তাই দেখে ড্রাইভার দ্রুতগতিতে রেল ক্রসিং পার হয়।অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন এমপি হাবিব হাসান সহ নেতা কর্মীরা।
এ বিষয়ে এমপি হাবিব হাসান বলেন,যারা গেইটের দায়িত্বে নিয়োজিত ছিলেন তাদের অবহেলার কারণে এমনটি হয়েছে।আমি যখন গাড়ি নিয়ে পার হচ্ছি তখন ক্রসিং খোলা ছিল। আমার গাড়ি রেললাইনে উঠতেই ট্রেন চলে আসে। ড্রাইভারের দক্ষতায় ও আল্লাহর কৃপাণ আমি সহ নেতা কর্মীরা রক্ষা পেলাম।