বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ০৭:৫১ পূর্বাহ্ন
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ আগষ্ট) বিকেলে তেলিহাটি ইউনিয়নের (ছাতির বাজার) টেপিরবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ এ সভার আয়োজন করেন।
শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ সফিকুর রহমান সফিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাজীপুর জেলা আ.লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব এডভোকেট মোঃ জামিল হাসান দুর্জয়। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, গাজীপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন জর্জ।
বক্তব্য রাখেন, শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি ফরিদ আহমেদ চুন্নু, আ’লীগ নেতা আব্দুস সালাম, শ্রীপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান জামান। জেলা যুবলীগ নেতা ফিরোজ মিয়া, বেলায়েত শেখ, এডভোকেট তোফাজ্জল হোসেন শাহীন, জেলা স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক হাদিকুল ইসলাম, সদস্য আশরাফুল আলমসহ আ’লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।