বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৪:২১ অপরাহ্ন

হালুয়াঘাটে ৩০ বোতল ফেনসিডিলসহ আটক-২

হালুয়াঘাটে ৩০ বোতল ফেনসিডিলসহ আটক-২

দেওয়ান নাঈম, হালুয়াঘাট :
ময়মনসিংহের হালুয়াঘাটে ভারত থেকে আমদানী নিষিদ্ধ ৩০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।

আজ তাদেরকে আদালতে প্রেরণ করা হয়। থানা পুলিশ সূত্রে জানা যায়, রবিবার রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহীনুজ্জামান খানের নেতৃত্বে এস আই আবুল খায়েরসহ পুলিশের একটি দল উপজেলার ধোপাগুছিনা এলাকায় অভিযান চালিয়ে আমদানি নিষিদ্ধ ভারতীয় ৩০ বোতল ফেনসিডিলসহ ২জনকে আটক করে।

আটককৃতরা হলেন, ময়মনসিংহ সদর উপজেলার বাঘমারা গ্রামের রনু মিয়ার পুত্র মিশুক (৩৬) ও পুরোহিত পাড়ার ফরিদ আহমেদ বাবুর পুত্র আহমেদ ওরফে মুন্না (৩২)। হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুজ্জামান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ফেনসিডিলসহ আটক মাদক ২ জনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |