বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৫:২৪ পূর্বাহ্ন
সাইফুর নিশাদ, নরসিংদী :
মনোহরদী বাজারের সবচে প্রাচীন ব্যবসায়ী সিরাজ উদ্দীন। ৬৩ বছর ধরে বাজারের একই স্থানের একই ভিটেয় একই ব্যবসায় একইভাবে লেগে আছেন ৭৮ বছর বয়সী সিরাজ উদ্দীন।তিনি জানান,পৈত্রিক আমল থেকেই অবস্থাপন্ন গেরস্থ তারা। অভাবের তাড়নায় নয়,একটি বিশেষ পরিস্থিতিতে এ বনস্পতি ব্যবসায় নেমেছিলেন তিনি। নববঁধূর এটা ওটার প্রয়োজনীয় খরচের জন্য বাবা- মার কাছে হাত পাততে হলো তাকে। তখন তাদের পরামর্শে এ টাকার জোগান পেতে এ ব্যবসা শুরু করেন তিনি। আর এভাবেই মনোহরদী বাজারে শুকনো আমলকি,হরিতকি,বহেরা, তিল,মুগ,মশুরী, গরম মসলা ইত্যাদির পসরা সাজিয়ে হাটের একধারে বসে যাওয়া তার । তারপর কালের পরিক্রমায় মনোহরদী বাজারের সবচে প্রাচীন দোকানীতে পরিনত হয়ে আজও সেভাবেই টিকে আছেন তিনি। সিরাজ উদ্দীনের ভাষায়,স্বাধীনতা যুদ্ধের ১৩ বছর আগে এখানে একটি ছোট ছনের একচালার নীচে বসে এই ব্যবসা শুরু করেন তিনি।সেই ছনের একচালার যুগ কবেই গত হয়েছে।তবু আগের ব্যবসায় ঠিক আগের মতোই লেগে আছেন সিরাজ উদ্দীন।প্রত্যহ বিকেল বেলা নিজের ব্যবসার পসরা সাজিয়ে বসেন এখানে- থাকেন রাত ৯ টা ১০ টা পর্যন্ত। এ বাজারের অনেক ঘটনা অনেক ইতিহাসের প্রত্যক্ষ স্বাক্ষী তিনি।বয়সের তুলনায় বেশ শক্ত সমর্থ সিরাজ উদ্দীন। খালি চোখে পেপার পড়েন।বড়ো কোন রোগ বালাইও নেই। ব্যক্তিগত জীবনে এক ছেলে ৬ কন্যা সন্তানের জনক ও নাতী নাতনীতে ভরা তার সংসার।